পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দোন্নারুম্মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১২:৫৬

আপডেট: ১৩ আগস্ট, ২০২৫ ১৩:৪৮

শেয়ার

পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দোন্নারুম্মা
পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দোন্নারুম্মা। ছবি: সংগৃহীত।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিদায়ের কথা জানালেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ইতালিয়ান গোলরক্ষক জানালেন, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আর তাকে রাখছে না। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও চুক্তির এক বছর বাকি থাকতে বাধ্য হয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ২৬ বছর বয়সী তারকা।

 

গেল কদিন ধরেই শোনা যাচ্ছিল, কোচ লুইস এনরিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দোন্নারুম্মার অবস্থান নড়বড়ে করেছে। সেই আভাস আরও স্পষ্ট হয় উয়েফা সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে ঘোষিত দলে তার অনুপস্থিতিতে। এর মধ্যেই লিল থেকে লুকাস শেভালিয়েরকে ৪০ মিলিয়ন ইউরোতে দলে নেয় পিএসজি, যা নতুন গোলরক্ষক হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়ারই ইঙ্গিত দেয়।

 

ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে দোন্নারুম্মা লিখেছেন, “দুর্ভাগ্যজনকভাবে কেউ সিদ্ধান্ত নিয়েছে আমি আর এই দলের অংশ হতে পারব না। আমি ভীষণ হতাশ। আশা করি, শেষবারের মতো মাঠে নেমে সমর্থকদের সামনে বিদায় জানাতে পারব। যদি তা সম্ভব না হয়, তবুও আপনাদের সমর্থন কখনো ভুলব না।”

 

অন্যদিকে এনরিকে বলেন, সিদ্ধান্তের দায় পুরোপুরি তার। “দোন্নারুম্মা নিঃসন্দেহে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। তবে আমার দলের জন্য অন্য ধাঁচের গোলকিপারের প্রয়োজন। এটি সহজ সিদ্ধান্ত নয়।”

 

ফরাসি গণমাধ্যমের তথ্যমতে, দোন্নারুম্মা নতুন চুক্তি চাইলেও আর্থিক কাঠামোতে সমঝোতা হয়নি। বর্তমানে মাসে ৮ লাখ ৫০ হাজার ইউরো উপার্জনকারী এই গোলরক্ষক বেতন বাড়ানোর দাবি তুলেছিলেন, যা ক্লাবের নতুন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

 

২০২১ সালে এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। শৈশবের ক্লাব ছেড়ে আসার সময় যেমন সমালোচনা হয়েছিল, তেমনি প্যারিসে কাটানো তিন মৌসুমে তিনি প্রমাণ করেছেন নিজের মূল্য। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন। তবু বল পায়ের নিয়ন্ত্রণ ও ডিস্ট্রিবিউশনে উন্নত বিকল্পের সন্ধানে ক্লাব তাকে ছাড়ার পথে হাঁটছে।

 

তার পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত নয়, তবে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। বিদায়ের মুহূর্তে দোন্নারুম্মা সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমরা আমার দ্বিতীয় পরিবার, প্রতিটি মুহূর্ত মনে থাকবে চিরকাল।”