শিরোনাম

মাঠে নায়ক, মাঠের বাইরে প্রেমের নায়ক লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত।
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের নাম এবার জড়ালো আর্জেন্টাইন সংগীতশিল্পী নিকি নিকোলের সঙ্গে। ইউরো জয়ের পরের বিরতিতে এবং ১৮তম জন্মদিন উদযাপনের পার্টিতেই শুরু হয়েছিল এই নতুন গুঞ্জনের সূত্রপাত।
জুলাইয়ের মাঝামাঝি ইয়ামালের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য সেলিব্রিটি অতিথি, তাঁদের মধ্যে ছিলেন নিকি নিকোলও। আড্ডা ও আনন্দের সেই সন্ধ্যার পর, স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োস দাবি করেন শুধু পার্টিতেই নয়, পরবর্তী এক ক্লাব আড্ডায় দুজনকে কাছাকাছি দেখা গেছে এবং তাঁদের মধ্যে একটি চুম্বনের মুহূর্তও ধরা পড়েছে। সেখান থেকেই শুরু হয়েছে প্রেমের কানাঘুষো।
হোয়োস বলেন, “এখনো তাঁদের আনুষ্ঠানিক প্রেমিক-প্রেমিকা বলা যাবে না। বরং বলা যায়, তাঁরা একে অপরকে জানার ও বোঝার প্রাথমিক পর্যায়ে আছেন। তবে দুজনেই খুব উৎসাহী।” তাঁর ভাষ্যমতে, এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীরে যেতে পারে।
ইয়ামাল সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন একাধিক ব্যক্তিগত সম্পর্কের খবরে। মৌসুম শেষে ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেজের সঙ্গে অবকাশ কাটানো, পরে প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গে নাম জড়ানো এসব নিয়েই সংবাদমাধ্যম সরগরম ছিল। তবে নিকি নিকোলের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আলাদা মাত্রায় পৌঁছেছে।
নিকি নিকোল, যার পুরো নাম নিকোল ডেনিস কুচো, লিওনেল মেসির শহর রোজারিওর বাসিন্দা। মাত্র ২৪ বছর বয়সেই তিনি আর্জেন্টিনার অন্যতম শীর্ষ সংগীতশিল্পী হয়ে উঠেছেন। বিজার্যাপ, ডুকি, রাউ আলেহান্দ্রোসহ আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি এবং পেয়েছেন লাতিন গ্র্যামির একাধিক মনোনয়ন ও পুরস্কার।
এদিকে, নতুন মৌসুম শুরুর আগে ইয়ামাল বার্সেলোনার এশিয়া সফরে থাকায় তাঁদের একসঙ্গে সময় কাটানো সম্ভব হয়নি। কাতালান ক্লাবটি লা লিগার শিরোপা রক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, আর ইয়ামাল পেয়েছেন দলের কিংবদন্তি ১০ নম্বর জার্সি। তবুও, ব্যক্তিগত জীবনের এই আলোচিত অধ্যায় নিয়ে কৌতূহল থামছে না সমর্থকদের মধ্যে।
হোয়োসের মতে, “শুধু চুমুই নয়, সেই দিন থেকেই তাঁরা একধরনের সম্পর্কে জড়িয়েছেন। ভবিষ্যৎ কী হবে, তা সময়ই বলে দেবে।” ফুটবল মাঠে যেমন ইয়ামাল আলোচনার কেন্দ্র, মাঠের বাইরে ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে।
আরও পড়ুন: