শিরোনাম
.jpg)
ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়দের এফএ কমিউনিটি শিল্ড জয়ের উল্লাস। ছবি: সংগৃহীত।
ইংলিশ ফুটবল মৌসুমের সূচনাতেই রোমাঞ্চে ভরপুর এক লড়াই উপহার দিল ওয়েম্বলি। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে দাঁড়িয়ে লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস দেখাল শ্বাসরুদ্ধকর ফুটবল। দুই দফায় এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারল না লিভারপুল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে প্যালেস, আর টাইব্রেকারে নাটকীয় জয়ে তুলে নেয় ইতিহাসের প্রথম কমিউনিটি শিল্ড শিরোপা।
রোববার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-২ সমতায় গড়ায় ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে যায় প্যালেস। মাত্র তিন মাস আগে শীর্ষ পর্যায়ের কোনো শিরোপাই ছিল না তাদের কেবিনেটে, অথচ এখন তারা হাতে তুলল টানা দ্বিতীয় বড় ট্রফি।
পেনাল্টি শুটআউটে লিভারপুলের শুরুই হয় ব্যর্থতায়। দলের সেরা তারকা মোহামেদ সালাহ প্রথম শটটি উড়িয়ে মারেন। পরে আলেক্সিস মাক আলিস্তের ও হার্ভি এলিয়টের শট ঠেকিয়ে দেন প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন। যদিও লিভারপুল গোলরক্ষক আলিসনও প্রতিপক্ষের দুটি শট রুখে দেন, শেষ মুহূর্তে জাস্টিন ডেভেনির শটে প্যালেস নিশ্চিত করে জয়।
লিভারপুলের হয়ে দুর্দান্ত অভিষেক হয় দুই নতুন খেলোয়াড়ের—হুগো একিতিকে ও ফ্লোহিয়ান ভিয়েৎসের। ম্যাচের চতুর্থ মিনিটেই ভিয়েৎসের পাস থেকে প্রথম গোল করেন একিতিকে। তবে ষোড়শ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জ্যঁ ফিলিপ মাতেতা। চার মিনিট পর আবার লিড নেয় লিভারপুল, এবার জেরেমি ফ্রিমপংয়ের গোলে।
দ্বিতীয়ার্ধে আরও শক্ত হয়ে ফিরে আসে প্যালেস। ৭৭তম মিনিটে ইসমাইলা সার দ্বিতীয়বার সমতায় ফেরান দলকে। শেষ মুহূর্তে লিভারপুল কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও নির্ধারিত সময়ের মধ্যে আর গোল হয়নি।
টাইব্রেকারে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো ক্রিস্টাল প্যালেসেরই। শক্তির দিক থেকে পিছিয়ে থেকেও লিভারপুলের মতো জায়ান্টকে হারিয়ে ইতিহাসে নাম লিখল লন্ডনের এই ক্লাব।
আরও পড়ুন: