শিরোনাম

ব্যালন ডি’অর জয়ে দৃঢ়প্রতিজ্ঞ আশরাফ হাকিমি। ছবি: সংগৃহীত।
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মরোক্কান তারকা রাইট-ব্যাক আশরাফ হাকিমি বিশ্বাস করেন, ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ের জন্য তিনি যথার্থ পারফরম্যান্স দেখিয়েছেন। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে একজন ডিফেন্ডারের এমন পারফরম্যান্স বিরল বলেই তাঁর দাবি।
গত মৌসুমে পিএসজির হয়ে এক ঐতিহাসিক ট্রেবল জয়ে বড় অবদান রাখেন হাকিমি। চ্যাম্পিয়নস লিগ, লিগ ১ ও ফরাসি কাপ, তিন শিরোপাই ঘরে তোলে ক্লাব। পুরো মৌসুমে ৫৫ ম্যাচে ১১ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল তিন ধাপেই গোল করেন হাকিমি, যা ডিফেন্ডারদের ক্ষেত্রে প্রায় শোনা যায় না।
কানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে হাকিমি বলেন, “ডিফেন্ডার হয়ে কোয়ার্টার, সেমি আর ফাইনালে গোল করা খুবই কঠিন। অনেকে ভাবে আমি ফরোয়ার্ড বা মিডফিল্ডার, কিন্তু আমি ব্যাক-ফোরে খেলি, আর আমার মূল কাজ রক্ষণ সামলানো। এই মৌসুমের যে পরিসংখ্যান আমার, তা কোনো সাধারণ ডিফেন্ডারের নয়। যখন একজন ডিফেন্ডার এমন কিছু করে, আমি মনে করি তার প্রাপ্য আরও বেশি।”
ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া নিয়েও উচ্ছ্বসিত হাকিমি। তিনি বলেন, “আমাকে ব্যালন ডি’অরের আলোচনায় আনা নিজেই স্বপ্নের মতো। সুযোগ পেলে অবশ্যই মনে করি আমি জিততে পারি, আর তার যোগ্যও।”
হাকিমির সঙ্গে পিএসজির আরও আটজন খেলোয়াড় মনোনীত হয়েছেন এবারের ব্যালন ডি’অরের জন্য। তবে নিজের অসাধারণ মৌসুম ও গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব রাখার কারণে মরক্কোর এই তারকা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, পুরস্কারটির জন্য তাঁর চেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী খুব বেশি নেই।
আরও পড়ুন: