শিরোনাম

‘ফিলিস্তিনের পেলে’র মৃত্যুর প্রেক্ষাপট লুকোনো নিয়ে সালাহর ক্ষোভ প্রকাশ। ছবি: সংগৃহীত।
লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ আবারও সরব হলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রয়াত ফিলিস্তিনি ফুটবলার সুলায়মান আল-ওবেইদকে শ্রদ্ধা জানালেও, তার মৃত্যুর প্রেক্ষাপট উল্লেখ না করায় প্রশ্ন তুলেছেন সালাহ।
‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত আল-ওবেইদকে নিয়ে উয়েফার সরকারি অ্যাকাউন্টে এক পোস্টে লেখা হয়, "বিদায় সুলায়মান আল-ওবেইদ, 'ফিলিস্তিনের পেলে’। এমন এক প্রতিভা, যিনি অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।" কিন্তু সালাহ এই বার্তাকে সরাসরি উদ্ধৃত করে জিজ্ঞেস করেন, "আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায়, আর কেন মারা গেছেন?"
প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) তথ্য অনুযায়ী, ৬ আগস্ট গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আল-ওবেইদ। ১৯৮৪ সালে গাজায় জন্ম নেওয়া এই ফরোয়ার্ড ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক করেন এবং ১৯ ম্যাচে ২ গোল করেন। ক্লাব পর্যায়ে খেলেছেন খাদামাত আল-শাতি, মার্কাজ শাবাব আল-আমারি ও গাজা স্পোর্টের হয়ে।
পিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, তার দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক গোল করে তিনি ফিলিস্তিনি ফুটবলের উজ্জ্বলতম তারকাদের একজন হয়ে উঠেছিলেন।
এর আগেও গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে মত দিয়েছেন সালাহ। ২০২৩ সালের ১৮ অক্টোবর এক বার্তায় তিনি গাজায় ‘গণহত্যা’ বন্ধের আহ্বান জানান এবং বলেন, "এমন সময়ে কথা বলা সহজ নয়। অনেক বেশি সহিংসতা আর হৃদয়বিদারক নৃশংসতা দেখছি আমরা... সব জীবনই পবিত্র এবং সুরক্ষিত থাকা উচিত।"
সালাহর সর্বশেষ মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে শ্রদ্ধা জানানো কি যথেষ্ট, নাকি মৃত্যুর প্রেক্ষাপটও তুলে ধরা উচিত, সে নিয়েই চলছে আলোচনা।’
আরও পড়ুন: