ব্যালন ডি’অর ২০২৫-এ যারা মনোনীত হলেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ২২:০৪

শেয়ার

ব্যালন ডি’অর ২০২৫-এ যারা মনোনীত হলেন
ব্যালন ডি’অর ঘিরে বিশ্ব ফুটবলে উৎসবের হাওয়া। ছবি: সংগৃহীত।

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক ফ্রান্স ফুটবল। মোট ছয়টি ক্যাটাগরিতে ১০টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২২ সেপ্টেম্বর। তবে তার আগেই প্রতিযোগিতার উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে।

 

পুরুষ ব্যালন ডি’অর বিভাগে রয়েছেন ৩০ জন। উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ থেকে শুরু করে নতুন মুখ লামিনে ইয়ামাল পর্যন্ত রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ফুটবলাররা। এ তালিকায় পিএসজির আধিপত্য স্পষ্ট, ৮ জন খেলোয়াড় এই ক্লাব থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, চেলসি ও আর্সেনাল থেকেও রয়েছেন বেশ কয়েকজন।

 

নারী ব্যালন ডি’অর বিভাগেও আছে তীব্র প্রতিযোগিতা। বার্সেলোনা ও আর্সেনাল নারী দলের খেলোয়াড়দের আধিক্য লক্ষ্য করা গেছে। বার্সেলোনা থেকে আছেন আলেক্সিয়া পুতেয়াস, ক্যারোলিন গ্রাহাম হানসেন, ক্লাউদিয়া পিনা প্রমুখ।

 

এছাড়া, বর্ষসেরা ক্লাব (পুরুষ ও নারী) বিভাগেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা চলছে। পুরুষ বিভাগে চেলসি, লিভারপুল, বার্সেলোনা, পিএসজি ও ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো রয়েছে সংক্ষিপ্ত তালিকায়। নারী বিভাগে বার্সা, আর্সেনাল, চেলসি ছাড়াও আছে লিওঁ ও অরল্যান্ডো প্রাইড।

 

বর্ষসেরা কোচ (পুরুষ দল) বিভাগে কন্তে, ফ্লিক, মারেস্কা সহ পাঁচজন মনোনয়ন পেয়েছেন। নারী দলের কোচদের মধ্যে ইউরোজয়ী সারিনা ভিগমান ও ব্রাজিলের আর্থুর ইলিয়াস আছেন আলোচনায়।

 

ইয়াশিন ট্রফি অর্থাৎ বছরের সেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য পুরুষদের মধ্যে মনোনয়ন পেয়েছেন থিবো কোর্তোয়া, দোন্নারুমা, এমিলিয়ানো মার্তিনেজ ও ইয়ান অবলাকসহ ১০ জন। নারীদের বিভাগেও আছেন হানা হ্যাম্পটন, কাতা কয়, ড্যাফণে ফন ডমসেলার প্রমুখ।

 

কোপা ট্রফি (অনূর্ধ্ব-২১)-তে পুরুষদের মধ্যে বার্সার ইয়ামাল, পিএসজির নেভেস ও দেজিরে দুয়ের মতো তরুণ প্রতিভারা মনোনয়ন পেয়েছেন। প্রথমবারের মতো নারী কোপা ট্রফির সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের লিন্ডা কাইসেদো ও আর্সেনালের মিশেল আগিয়েমাং।

 

পুরস্কার ঘোষণা এখনও বাকি, তবে তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়, কে জিতবে সোনালি সেই বল!