ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনের ‘পেলে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১৬:১১

শেয়ার

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনের ‘পেলে’
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 'পেলে' খ্যাত সুলাইমান ওবেইদ নিহত, বিশ্ব ফুটবলে শোক। ছবি: সংগৃহীত।

ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড সুলেইমান আল–ওবেইদ। গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার আশায় অপেক্ষমাণ জনতার ওপর চালানো এক হামলায় নিহত হন ৪১ বছর বয়সী এই তারকা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএএফ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ফুটবল ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে অমলিন হয়ে।

 

পিএএফের ভাষায়, "ফিলিস্তিনের ‘দ্য গ্যাজেল’, ‘দ্য ব্ল্যাক পার্ল’, ‘হেনরি’ ও ‘পেলে’ সব কিছুই যেন এক হয়ে মিশে ছিলেন সুলেইমান।"

 

জন্ম গাজায়, ফুটবলে অভিষেক সার্ভিসেস বিচ ক্লাবের হয়ে। এরপর আল আমারি ইয়ুথ সেন্টারে ২০০৯-২০১৩ পর্যন্ত কাটান চার বছর। এ সময়ে জেতেন দেশের প্রথম পেশাদার ফুটবল লিগ। পরে খেলেন আল শাতিয়া ও গাজা স্পোর্টস ক্লাবের হয়ে। গোলের ধারাবাহিকতায় একাধিক মৌসুমে হন সর্বোচ্চ গোলদাতা।

 

২০০৭ সালে গতি ও স্কিলের কারণে ডাক পান জাতীয় দলে। ২০১৩ পর্যন্ত খেলেন ২৪ ম্যাচ, করেন ২ গোল। ২০১০ সালে ইয়েমেনের বিপক্ষে সিজার কিকে করা গোলটি এখনও ফিলিস্তিনি ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

 

তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনা ইনস্টাগ্রামে লেখেন, “ফিলিস্তিনের পেলে নিহত হয়েছেন। গণহত্যা আর কত?”

 

পিএএফ জানিয়েছে, খেলোয়াড়, কোচ, সংগঠকসহ ৬৬২ জন ক্রীড়াসংশ্লিষ্ট মানুষ এই যুদ্ধ শুরু হওয়ার পর শহীদ হয়েছেন, যার মধ্যে কেবল ফুটবল সংশ্লিষ্টই ৩২১ জন। শুধু জুলাই মাসেই মারা গেছেন ৪০ জন ফিলিস্তিনি অ্যাথলেট।

 

ফুটবলপ্যালেস্টাইন ওয়েবসাইট বলছে, এখন পর্যন্ত ৪০০-রও বেশি ফুটবলার নিহত হয়েছেন। একটি জাতির স্বপ্ন, শক্তি ও ক্রীড়া সংস্কৃতি আজ চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।

 

ফিলিস্তিনের মাঠে এখন আর শুধু খেলা হয় না, সেখানে রক্ত মিশে যাচ্ছে প্রতিটি ঘাসে।