শিরোনাম

বুন্দেসলিগায় নতুন ঠিকানা পেলেন জাপানি তারকা রিতসু দোয়ান। ছবি: সংগৃহীত।
জার্মান ক্লাব আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট নতুন মৌসুমের প্রস্তুতি আরও শক্ত করল জাপানের ফরোয়ার্ড রিতসু দোয়ানকে দলে টেনে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্লাবটি জানায়, ২০২৫ সাল পর্যন্ত নয়, ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে তারা দোয়ানকে ফ্রেইবুর্গ থেকে দলে নিচ্ছে।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ফ্রেইবুর্গের হয়ে ১২৩ ম্যাচে করেছেন ২৬ গোল, করিয়েছেন আরও ২৩টি। তার আগের ক্লাব ছিল ডাচ লিগের গ্রোনিনজেন ও পিএসভি আইন্দহোভেন। ফ্র্যাঙ্কফুর্ট বোর্ড সদস্য মার্কুস ক্রোশে জানান, দোয়ানের গতি, কৌশল আর মানসিক দৃঢ়তাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
“বুন্দেসলিগায় বিগত কয়েক মৌসুমে দোয়ান তার সামর্থ্য প্রমাণ করেছে। জাতীয় দলের হয়ে ৫৭টি ম্যাচ খেলা এই ফরোয়ার্ড আন্তর্জাতিক অভিজ্ঞতাও দলে নিয়ে আসছেন,” বলেন ক্রোশে।
গত মৌসুমে ফ্র্যাঙ্কফুর্ট বুন্দেসলিগায় তৃতীয় হয়ে শেষ করেছে, যার ফলে এবার তারা খেলবে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপের শ্রেষ্ঠ মঞ্চে দলটি যে গভীরতা আর অভিজ্ঞতা চাচ্ছে, দোয়ান তার বড় অংশ বলে মনে করা হচ্ছে।
প্রথমে ডাচ লিগে চার মৌসুম কাটানো দোয়ান ২০২২ সালে ফ্রেইবুর্গে যোগ দেন। জার্মান ফুটবলে ধীরে ধীরে জায়গা করে নেন, ফাইনাল থার্ডে তার বল কন্ট্রোল, স্পেসে ঢুকে যাওয়ার গতি ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিন অনেক প্রশংসা কুড়িয়েছে।
দোয়ান নিজেও সন্তুষ্ট ফ্র্যাঙ্কফুর্টে যোগ দিতে পেরে। নতুন চ্যালেঞ্জ, নতুন লক্ষ্য ও ইউরোপের বড় মঞ্চে খেলার সুযোগকে ‘ক্যারিয়ারের পরবর্তী ধাপ’ বলে উল্লেখ করেছেন তিনি।
তবে একাধিক ইউরোপিয়ান ক্লাবের নজরে থাকা সত্ত্বেও ফ্র্যাঙ্কফুর্টকেই বেছে নেওয়ার পেছনে যে পরিকল্পনা ও আস্থার বার্তা তাকে দেওয়া হয়েছিল, সেটাই মূল ফ্যাক্টর বলে জানান দোয়ান।
ফ্র্যাঙ্কফুর্টের আক্রমণভাগে তার সংযোজন আক্রমণভাগে গতি ও বহুমাত্রিকতা আনবে বলে আশা ক্লাবটির। নতুন মৌসুমে দর্শকরা মাঠে দেখতে পাবেন দোয়ানের দ্রুতগতির ছোঁয়া।
আরও পড়ুন: