নিউক্যাসলের বড় প্রস্তাব এড়িয়ে ম্যানইউতে আগ্রহী সেসকো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৪:১৪

শেয়ার

নিউক্যাসলের বড় প্রস্তাব এড়িয়ে ম্যানইউতে আগ্রহী সেসকো
সেসকোর পছন্দে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: সংগৃহীত।

ইউরোপিয়ান দলদবদলের বাজারে হঠাৎ করেই জমে উঠেছে বেনজামিন সেসকো নাটক। স্লোভেনিয়ান এই তরুণ স্ট্রাইকারকে নিয়ে প্রতিযোগিতায় নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। তবে আপাতত ছবিটা যেন ‘আপসেট’-এর দিকে হেলে আছে।

 

স্কাই স্পোর্টস নিউজের খবর অনুযায়ী, ২২ বছর বয়সী সেসকোর পছন্দের তালিকায় ওল্ড ট্র্যাফোর্ডই শীর্ষে। যদিও নিউক্যাসল অর্থমূল্যে এগিয়ে, তবুও খেলোয়াড়ের ব্যক্তিগত আগ্রহ বেশি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রকল্পে যোগ দেওয়ার দিকে।

 

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব: ৬৫ মিলিয়ন পাউন্ড নিশ্চিত ফি + ৮.৯ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনস (মোট প্রায় ৭৩.৮ মিলিয়ন পাউন্ড বা ৮৫ মিলিয়ন ইউরো)। অন্যদিকে, নিউক্যাসল দ্বিতীয় দফায় প্রস্তাব বাড়িয়ে দিয়েছে ৬৯.৭ মিলিয়ন পাউন্ড নিশ্চিত ফি + অতিরিক্ত বোনাস যা মোট অর্থে ইউনাইটেডের অফারের চেয়ে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড বেশি।

 

তবে টাকা দিয়েই সব জয় করা যায় না। জার্মান সূত্র স্কাই ইন জার্মানির খবর, আরবি লাইপজিগ এখন দুই প্রস্তাব ও তাদের গঠনভিত্তিক কাঠামো পর্যালোচনা করছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, শেষ সিদ্ধান্তটা সেসকোর হাতেই তুলে দেওয়া হতে পারে।

 

সেসকো ইতোমধ্যেই সতীর্থদের জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছাড়ছেন। গত শনিবার (২ আগস্ট) আতালান্তার বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ছিলেন না, মঙ্গলবারও দলের সঙ্গে অনুশীলন না করে একাই ইনডোর ট্রেনিং করেছেন।

 

এদিকে, সেসকো যদি ইউনাইটেডে যোগ দেন, তাহলে তার প্রভাব পড়তে পারে নিউক্যাসলের আরেক স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের ওপর। জানা গেছে, নিশ্চিত রিপ্লেসমেন্ট ছাড়া ইসাককে ছাড়বে না নিউক্যাসল। লিভারপুল ইতোমধ্যেই ইসাকের জন্য ১১০ মিলিয়ন পাউন্ড সহ অ্যাড-অনসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি, ব্রেন্টফোর্ডের ইয়োয়ন ভিসার প্রতিও আগ্রহী তারা।

 

নিউক্যাসলের ভেতরে আগে আশা ছিল যে সেসকো তাদের প্রকল্পে যোগ দিতেও রাজি থাকবেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আলোচনায় আসতেই পাল্টে গেছে দৃশ্যপট। এখন শোনা যাচ্ছে, সেসকো উভয় প্রস্তাবের প্রতিই উন্মুক্ত হলেও চূড়ান্ত পছন্দে ইউনাইটেড এগিয়ে।

 

সব মিলিয়ে, পরিস্থিতি রয়ে গেছে অনিশ্চয়তায়। আরবি লাইপজিগ এখনো চূড়ান্ত জবাব দেয়নি কোনো প্রস্তাবের ব্যাপারে। তবে এক জিনিস নিশ্চিত এই কাহিনীর শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। আলোচনার টেবিলে আরও চমক বাকি আছে।