শিরোনাম

ম্যানইউর প্রস্তাবে সেসকো দৌড়ে নতুন মোড়। ছবি: সংগৃহীত।
ইউরোপিয়ান দলবদলের মৌসুমে বেনজামিন সেসকোকে নিয়ে চলছে বড় দলগুলোর লড়াই। স্লোভেনিয়ান এই তরুণ স্ট্রাইকারকে দলে ভেড়াতে মরিয়া ইংলিশ দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড। আরবি লাইপজিগের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সেসকোকে ঘিরে দুই ক্লাবের মধ্যকার বিডিং যুদ্ধ দিনকে দিন আরও রোমাঞ্চকর হয়ে উঠছে।
স্কাই স্পোর্টস এবং বিবিসি স্পোর্ট বলছে, ম্যানচেস্টার ইউনাইটেড শেষমেশ বড় পদক্ষেপ নিয়েছে। ৮৫ মিলিয়ন ইউরো মূল্যের একটি প্রস্তাব পাঠিয়েছে তারা লাইপজিগে। এর মধ্যে ৭৫ মিলিয়ন ইউরো হবে নিশ্চিত ফি, বাকিটা সম্ভাব্য বোনাস।
প্রথমে আলোচনা চলছিল ইউনাইটেড আদৌ সিরিয়াস কিনা তবে এই প্রস্তাব অনেকটাই বোঝায়, ওল্ড ট্র্যাফোর্ডে সেসকোকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, ২২ বছর বয়সী স্ট্রাইকার নিজেও ইংলিশ ক্লাবটিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী। এমনকি ইউনাইটেড চাইলে রাসমুস হয়লুন্ডকেও ছাড়তে প্রস্তুত।
অন্যদিকে, নিউক্যাসলও নিজেদের অবস্থান শক্ত করছে। তারা শুরুতে ৬৫.৩ মিলিয়ন পাউন্ড ও ৪.৩৬ মিলিয়ন পাউন্ড বোনাসসহ একটি প্রস্তাব দিয়েছিল। তবে আলোচনার গতি বাড়াতে তারা এখন পুরো প্যাকেজটাকেই বাড়িয়ে ৬৯.৭ মিলিয়ন পাউন্ড (৮০ মিলিয়ন ইউরো) পর্যন্ত তুলেছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছিল, লাইপজিগ সেসকোকে বিক্রি করতে চায় না। তবে এখন দুই ক্লাবের পাল্টাপাল্টি প্রস্তাবে জার্মান ক্লাবটির ভাবনায় পরিবর্তন আসতে পারে।
গত মৌসুমে বুন্দেসলিগায় ১৪ গোল করে নজর কেড়েছেন সেসকো। ফিনিশিংয়ের পাশাপাশি তার মুভমেন্ট ও স্ট্রাইকারের আগ্রাসী মনোভাব বিশ্বমানের বলেই মনে করেন স্কাউটরা। বয়সও মাত্র ২২ সুতরাং ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবেও দারুণ এক অপশন।
এখন দেখার বিষয়, লাইপজিগ কোন প্রস্তাবে সম্মতি দেয় এবং সেসকো নিজের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কোথায় লেখেন। তবে নিশ্চিতভাবেই বলা যায়, প্রিমিয়ার লিগের এই লড়াই আরও কিছুদিন উত্তাপ ছড়াবে।
আরও পড়ুন: