সেসকোকে নিয়ে উত্তাল দলবদলের বাজার, নিউক্যাসলের নতুন প্রস্তাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৭:২৮

আপডেট: ৫ আগস্ট, ২০২৫ ১৯:৫০

শেয়ার

সেসকোকে নিয়ে উত্তাল দলবদলের বাজার, নিউক্যাসলের নতুন প্রস্তাব
সেসকোর পেছনে বড় অর্থ ছুঁড়ছে নিউক্যাসল। ছবি: সংগৃহীত।

দলবদলের উত্তাপ ছড়াচ্ছেন বেনজামিন সেসকো। লাটভিয়ান এই তরুণ স্ট্রাইকারকে ঘিরে এখন ইউরোপের বড় দুই ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝে জমজমাট কাড়াকাড়ি।

 

স্কাই স্পোর্টসের সবশেষ তথ্যে জানা গেছে, নিউক্যাসল তাদের আগের প্রস্তাব বাড়িয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে আরবি লাইপজিগকে, যার পরিমাণ এখন দাঁড়িয়েছে ৬৯.৭ মিলিয়ন পাউন্ড (৮০ মিলিয়ন ইউরো) নিশ্চিত ফি এবং অতিরিক্ত বোনাস।

 

এর আগে স্কাই স্পোর্টস নিউজের প্রতিবেদনে উঠে আসে, ম্যাগপাইরা প্রথমে ৬৫.৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে ৪.৩৬ মিলিয়ন পাউন্ড বোনাসের প্রস্তাব দেয়। সেই অফারের স্ট্রাকচার নিয়ে দুই ক্লাবের মধ্যে চলছিল আলোচনা। এখন সেটিকেই আরও আকর্ষণীয় করে তুলেছে নিউক্যাসল।

 

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। তবে তারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছে এবং জানে নিউক্যাসলের সর্বশেষ অবস্থান। ওল্ড ট্র্যাফোর্ডের কর্তাব্যাক্তিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা অযথা নিলামের লড়াইয়ে জড়াবে না।

 

তবে ইউনাইটেডের একটা ‘শর্ত’ আছে। তারা চায়, সেসকো যদি সত্যিই তাদের প্রজেক্টেই আসতে চান, তাহলে সেটা স্পষ্টভাবে জানাতে হবে। তবেই আনুষ্ঠানিক বিড করবে তারা। সূত্র বলছে, খেলোয়াড় নিজেও উভয় ক্লাবের পরিকল্পনায় আগ্রহী। যদিও কেউ কেউ বলছেন, সুযোগ পেলে সেসকো ইউনাইটেডকেই বেছে নেবেন।

 

এই দলবদলের জল্পনার মাঝে সেসকো ছিলেন না লাইপজিগের প্রাক-মৌসুম প্রস্তুতির সর্বশেষ ম্যাচে, যেখানে তারা হেরেছে আতালান্তার কাছে। জার্মানির স্কাই জানায়, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত তিনি সতীর্থদের জানিয়েছেন আগেই।

 

লাইপজিগের স্পোর্টিং ডিরেক্টর মার্সেল শ্যাফার নিশ্চিত করেছেন, সেসকোর জন্য একাধিক ক্লাব আগ্রহ দেখিয়েছে। "বিস্তারিত কিছু বলব না, কিন্তু অনেক ক্লাব আগ্রহী এবং যোগাযোগ করেছে এটুকু বললেই বোধ হয় বোঝা যায় পরিস্থিতি কী," বলেন শ্যাফার।

 

যদিও ইউনাইটেডের নজর শুধু সেসকোতেই নয়, তাদের তালিকায় আছে অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সের মতো স্ট্রাইকারও।

 

সব মিলিয়ে, সেসকো এখন ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটের উত্তাপ ছড়ানো নাম। দেখার বিষয় তিনি কোন প্রজেক্টে নিজেকে দেখতে চান।