শিরোনাম

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত থমাস পার্টে। ছবি: সংগৃহীত।
সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের ফুটবলার থমাস পার্টে বর্তমানে মুখোমুখি হয়েছেন বহুল আলোচিত এক আইনি লড়াইয়ের। পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত এই মিডফিল্ডার সাময়িকভাবে জামিন পেয়েছেন যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত থেকে। জামিন মিললেও সামনে অপেক্ষা করছে আরও কঠিন অধ্যায় ওল্ড বেইলিতে তার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর।
৩২ বছর বয়সী এই ফুটবলার, যিনি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের হয়ে মাঠ মাতিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুই নারীর প্রতি পাঁচবার ধর্ষণের এবং তৃতীয় এক নারীকে যৌন নিপীড়নের। এসব অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে তার আর্সেনাল ক্যারিয়ারের সময়েই।
থমাস পার্টে গত জুনে আর্সেনাল ছাড়েন, যখন তার চুক্তির মেয়াদ শেষ হয়। তার চার দিন পরেই আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত করা হয়। শুনানির দিন আদালতে প্রবেশ করেন তিনি কালো জিপ-নেক জাম্পার পরে, হাতে ছিল নেভি ব্লেজার। ডকে দাঁড়িয়ে নিজের নাম ও জামিনের শর্তাবলী বোঝার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
জামিনের শর্ত অনুযায়ী, পার্টে কোনো ভাবেই সংশ্লিষ্ট তিন নারী যোগাযোগ করতে পারবেন না। এছাড়াও, তাকে নতুন স্থায়ী ঠিকানা বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পুলিশকে তা অবহিত করতে হবে।
এই মামলার পেছনে রয়েছে দীর্ঘ তদন্ত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার ধর্ষণের অভিযোগ পাওয়ার পর লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা তদন্ত শুরু করে।
থমাস পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার তার মক্কেলের পক্ষে স্পষ্টভাবে বলেছেন, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।
এই মামলার প্রভাব কেবল পার্টের ক্যারিয়ারেই নয়, বরং ফুটবল বিশ্বের নজর কাড়ছে এ ঘটনায়। বিশেষ করে, ইউরোপীয় ফুটবলের পটভূমিতে যখন খেলোয়াড়দের আচরণ ও দায়বদ্ধতা নিয়ে সমালোচনা বাড়ছে, তখন এ ধরনের মামলাগুলো আরো বেশি গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন: