শিরোনাম

সনের বিদায়ে রদ্রিগোকে দলে ভেড়াতে পারে টটেনহ্যাম। ছবি:সংগৃহীত।
রদ্রিগো গোয়েসকে নিয়ে শুরু হয়েছে নতুন এক লড়াই, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল। সন হিউং-মিনের বিদায়ের পর সম্ভাব্য বদলি খুঁজছে টটেনহ্যাম, এবং ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর দিকেই তাকিয়ে আছে তারা। তবে সমস্যা হচ্ছে, লিভারপুলও একই খেলোয়াড়ের পেছনে ছুটছে, বিশেষ করে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়ানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর।
টটেনহ্যাম অধিনায়ক সন নিশ্চিত করেছেন তিনি যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন। ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতে বিদায় নিতে পারার পর, স্পারসের ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় শেষ হচ্ছে তার হাত ধরে।
তাকে বদলি করার জন্য স্পারস নজর দিয়েছে রিয়াল মাদ্রিদের রদ্রিগো গোয়েসের দিকে। তবে সমস্যা হলো, মাদ্রিদে কিলিয়ান এমবাপের আগমনের পর রদ্রিগো নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না ঠিকই, কিন্তু এখনো ক্লাব ছাড়তে আগ্রহী নন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।
আর এখানেই টটেনহ্যামের আশঙ্কা রদ্রিগোকে নিয়ে ‘আপসেট’ ঘটিয়ে দিতে পারে লিভারপুল। রেডসরা ইতিমধ্যেই নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাকের জন্য প্রায় ১২০ মিলিয়ন পউন্ড মিলিয়নের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। এর প্রেক্ষিতে বিকল্প খুঁজছে ইয়ুর্গেন ক্লপের দল, এবং সেক্ষেত্রে রদ্রিগো হতে পারেন তাদের পরবর্তী লক্ষ্য।
ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, নিউক্যাসল যদি ইসাকের জন্য বিকল্প নিশ্চিত করে, তখনই হয়তো লিভারপুল দ্বিতীয় ও উন্নত প্রস্তাব নিয়ে আবার আসবে। তবে এরই মধ্যে স্পারস আশঙ্কা করছে রদ্রিগোর দিকেই হয়তো ঘুরে যেতে পারে প্রতিপক্ষের নজর।
রদ্রিগোর ভবিষ্যৎ তাই এই গ্রীষ্মকালীন দলবদলের বাজারে অন্যতম চর্চিত বিষয়ে পরিণত হতে চলেছে। একদিকে নিয়মিত খেলার নিশ্চয়তা নেই, অন্যদিকে ইউরোপের শীর্ষ দুই ক্লাবের আগ্রহ ব্রাজিলিয়ান তারকার জন্য সামনে হয়তো অপেক্ষা করছে নতুন এক অধ্যায়।
আরও পড়ুন: