গাভির জোড়া গোল, বড় জয়ে বার্সেলোনার এশিয়া সফরের সমাপ্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ২০:২৭

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ২০:৪০

শেয়ার

গাভির জোড়া গোল, বড় জয়ে বার্সেলোনার এশিয়া সফরের সমাপ্তি
বার্সার জার্সি গায়ে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের দেখা পেলেন মার্কাস র‍্যাশফোর্ড। ছবি: সংগৃহীত।

দুর্দান্ত এক পারফরম্যান্স দিয়ে এশিয়ার প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শেষ করল বার্সেলোনা । দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে আয়োজিত ম্যাচে স্বাগতিক ক্লাব ডেগু এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘ট্যুর অব এশিয়া’র শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল বার্সা। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা ক্যাটালানদের হয়ে নজরকাড়া খেলেছেন তরুণ মিডফিল্ডার গাভি, করেছেন জোড়া গোল।

 

ম্যাচের শুরুতে ডেগু কয়েকটি হাফ-চান্স পেলেও দ্রুতই গতি ফিরে পায় বার্সা। ১০ মিনিট পার হতেই বার্সেলোনা পুরোপুরি বলের নিয়ন্ত্রণ নেয়। তরুণ ড্রো ফার্নান্দেজ ও লামিন ইয়ামালদের নিয়ে সাজানো আক্রমণভাগ প্রতি আক্রমণে তৈরি করে একের পর এক সুযোগ। যদিও প্রথমে লামিন, রাফিনহারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন, কিন্তু আক্রমণের ধার কমেনি।

 

মাঝমাঠ থেকে গাভি এক চমৎকার দূরপাল্লার শটে ম্যাচে এগিয়ে দেন বার্সেলোনাকে (২১’)। এরপর রবার্ট লেভানডভস্কি বাড়ান ব্যবধান, যখন জেরার্ড মার্টিনের রানের ফিনিশিংয়ে সহজ এক ট্যাপ-ইন পান তিনি (২৭’)। বিরতির আগ মুহূর্তে আবারও গাভির নৈপুণ্য, এইবার কুন্দের সহায়তায় চিপ শটে করেন নিজের দ্বিতীয় গোলটি (৪৫+২')।

 

দ্বিতীয়ার্ধে কোচ হান্সি ফ্লিক মাঠে আনেন নতুন এক কম্বিনেশন পেদ্রি অধিনায়ক, তরুণ বার্ডঘজি ও টনি ফার্নান্দেজ দুই উইংয়ে, আর স্ট্রাইকার হিসেবে অভিষেক হয় মার্কাস রাশফোর্ডের।

 

এই অর্ধেও বার্সা ছিল আগ্রাসী। ম্যাচের ৫৪তম মিনিটে দানি ওলমোর চোখধাঁধানো ওয়ান-টু পাস থেকে বল পান টনি, যিনি ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন। নিজের ট্যুরের প্রথম গোল এটি।

 

১০ মিনিট পর আসে শেষ গোল। এরিক গার্সিয়ার পাস পেয়ে রাশফোর্ড দারুণ এক ফিনিশে করেন নিজের বার্সেলোনা অভিষেক গোল (৬৫')।

 

শেষ দিকে হালকা ছন্দপতন ঘটে যখন তরুণ ডিফেন্ডার পাও কুবারসি চোট পেয়ে মাঠ ছাড়েন। মাত্র তিন মিনিট বাকি থাকতেই তাঁকে বদলি করতে হয়। যদিও চোট গুরুতর না হলে বার্সার জন্য এটি হবে স্বস্তির খবর।

 

এই জয়ে এশিয়ার প্রাক-মৌসুম সফর শেষ করল বার্সেলোনা তিন ম্যাচে তিন জয় নিয়ে। তরুণরা যেমন নিজেদের প্রমাণ দিয়েছেন, তেমনি অভিজ্ঞরাও দেখিয়েছেন ধারাবাহিকতা।

 

আগামী মৌসুম শুরুর আগে হান্সি ফ্লিক নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এমন একটি পারফরম্যান্সে, যেখানে একসঙ্গে মিলে গেছে অভিজ্ঞতা, যুব শক্তি আর আত্মবিশ্বাস।