হামজার অ্যাসিস্টে ফাতায়ুর গোল, প্রাক-মৌসুমে ছন্দে ফিরছে লেস্টার সিটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৫:২৭

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৪

শেয়ার

হামজার অ্যাসিস্টে ফাতায়ুর গোল, প্রাক-মৌসুমে ছন্দে ফিরছে লেস্টার সিটি
হামজার অ্যাসিস্টে ফাতায়ুর গোলে ফিওরেন্টিনার বিপক্ষে লেস্টারের আত্মবিশ্বাসী জয়। ছবিঃ সংগৃহীত।

নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে ক্লাবগুলো যখন প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, তখন লেস্টার সিটির জয়ে নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিনিধি হামজা চৌধুরী। ফিওরেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া এই ম্যাচে লেস্টারের দ্বিতীয় গোলটি এসেছে তারই তৈরি করে দেওয়া পাস থেকে।

 

রোববার রাতে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সিরি আ'র ক্লাব ফিওরেন্টিনার মুখোমুখি হয়েছিল লেস্টার। বল দখলে সমান লড়াই হলেও আক্রমণে এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি। পুরো ম্যাচে ১০টি শট নেয় তারা, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে, ফিওরেন্টিনা কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।

 

ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন হামজা চৌধুরী। প্রথাগতভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও এদিন খেলেছেন রাইটব্যাক হিসেবে। রক্ষণ সামলানোর পাশাপাশি দলের আক্রমণে যোগ দিয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

 

২৯তম মিনিটে এল খানুসের পাস থেকে গোল করেন জর্ডান আইয়ু। লেস্টার এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এর ঠিক সাত মিনিট পরেই আসে দ্বিতীয় গোলটি। ৩৬তম মিনিটে ডান দিক থেকে এগিয়ে এসে দারুণ এক গ্রাউন্ড পাস বাড়ান হামজা। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত গতিতে ফিওরেন্টিনার একাধিক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালে বল পাঠান ২১ বছর বয়সী আব্দুল ফাতায়ু।

 

খেলা চলাকালীন ৭৫ মিনিটে মাঠ ছাড়েন হামজা। কোচ এনজো সিফুয়েন্তেস তাকে তুলে নিয়ে মাঠে নামান তরুণ ডিফেন্ডার বেন নেলসনকে।

 

গত মৌসুমে লেস্টার প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়ে নাম লেখায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে নিজেদের ছন্দে ফেরাতে মরিয়া ফক্সরা। এই ম্যাচে তাদের পারফরম্যান্সেও ফুটে উঠল সেই প্রস্তুতির ছাপ।

 

বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের ভবিষ্যৎ নিয়ে যদিও সাম্প্রতিক সময়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, তবে প্রাক-মৌসুমে কোচের পরিকল্পনায় নিয়মিত থাকায় লেস্টারে তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াটাও অযৌক্তিক নয়।

 

আগামী ১০ আগস্ট নতুন চ্যাম্পিয়নশিপ মৌসুমের প্রথম ম্যাচে লেস্টারের প্রতিপক্ষ হবে শেফিল্ড ওয়েনসডে। তার আগে প্রস্তুতি পর্বে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে পুরো স্কোয়াডের।