ফর্মহীনতা ও আসক্তির জেরে অবসরের পথে ইংল্যান্ডের “নেক্সট বিগ থিং”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ২১:২৪

শেয়ার

ফর্মহীনতা ও আসক্তির জেরে অবসরের পথে ইংল্যান্ডের “নেক্সট বিগ থিং”
একসময়কার বিস্ময়বালক, এখন শুধুই বিস্মৃত নাম ডেলে আলী। ছবি: সংগৃহীত।

যার পায়ে একসময় ফুটেছিল ইংলিশ ফুটবলের ভবিষ্যতের আশার আলো, সেই ডেলে আলী এখন জীবন থেকে ফুটবল সরিয়ে রাখার কথাই ভাবছেন। কোমোর কোচ সেস্ক ফ্যাব্রেগাসের পরিকল্পনায় জায়গা না পাওয়ায় তাকে মূল দল থেকে সরিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ফুটবল ছাড়ার সিদ্ধান্ত বিবেচনা করছেন মাত্র ২৯ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার, জানিয়েছে ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গেজেত্তা দেল্লো স্পোর্ত।

 

মাত্র ছয় মাস আগে এভারটন থেকে ফ্রি ট্রান্সফারে কোমোতে যোগ দেন আলী। নতুন করে শুরু করতে চেয়েছিলেন। ১৮ মাসের চুক্তি করেছিলেন, ছিল এক বছরের বাড়তি থাকার সুযোগও। কিন্তু অভিষেক ম্যাচেই মারাত্মক ধাক্কা খান। এসি মিলানের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামার ১০ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখেন। এরপর নিষেধাজ্ঞা শেষে স্কোয়াডে ফিরলেও আর মাঠে নামা হয়নি তার।

 

মৌসুমের শেষ আট ম্যাচে সাতটিতে বেঞ্চে ছিলেন, একটিতে ছিলেন চোটের জন্য। নতুন মৌসুম শুরুর আগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছ কোচের পরিকল্পনায় তার স্থান নেই। প্রস্তুতিমূলক ম্যাচগুলোতেও (লিল, আল আহলি, আয়াক্স) স্কোয়াডে জায়গা হয়নি তার।

 

বর্তমানে তিনি ক্লাবের ‘আনওয়ান্টেড’ তালিকায় পড়ে গেছেন। মূল দল থেকে আলাদা করে অনুশীলন করতে হচ্ছে তাকে। মানসিকভাবে বিপর্যস্ত আলী এখন ফুটবলকে বিদায় বলার চিন্তায়।

 

এই অবস্থান যেন অনেকটা প্রতীকী। এক সময় টটেনহ্যামের মধ্যমাঠের প্রাণ ছিলেন। মিল্টন কেনেস ডন্সের একাডেমি থেকে উঠে এসে ২০১৫ সালে স্পার্সে যোগ দেন। প্রথম প্রিমিয়ার লিগ মৌসুমেই ১০ গোল ও ১০ অ্যাসিস্ট করে বাজিমাত করেন, হন বর্ষসেরা তরুণ খেলোয়াড়।

 

পরের মৌসুমে ৫০ ম্যাচে ২২ গোল ও ১৩ অ্যাসিস্ট করে নিজেকে উঠিয়ে আনেন ইউরোপিয়ান ফুটবলের সম্ভাবনাময় তরকার তালিকায়। ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু এরপরেই শুরু হয় পতনের গল্প চোট, ফর্মহীনতা, আত্মবিশ্বাস হারানো এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন।

 

তিনি নিজেই পরে জানিয়েছেন, শৈশবে ভয়ানক অভিজ্ঞতা, স্লিপিং পিল আসক্তি এবং মানসিক স্বাস্থ্য সংকটে ভুগেছেন। এই কারণেই একসময় চলে যান রিহ্যাবে। এরপর এভারটন, বেসিকতাস হয়ে কোমো কিন্তু কোথাও নিজের পুরোনো ছায়াটুকুও খুঁজে পাননি।

 

কোমো তাদের সিরি আ অভিযান শুরু করবে ২৪ আগস্ট লাৎসিওর বিপক্ষে। কিন্তু সেখানে ডেলে আলীর কোনো ভূমিকা থাকবে বলে মনে হচ্ছে না।

 

বিশ্ব ফুটবল আবারও হয়তো এক প্রতিভাবান তারকাকে হারাতে যাচ্ছে, মাত্র ২৯ বছর বয়সেই।