ফারমিন লোপেজকে ৭০ মিলিয়নে দলে টানতে প্রস্তুত ম্যানইউ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৭:৫৫

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৭:৫৭

শেয়ার

ফারমিন লোপেজকে ৭০ মিলিয়নে দলে টানতে প্রস্তুত ম্যানইউ
ফারমিন লোপেজকে পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: সংগৃহীত।

লা মাসিয়ার আরেক রত্ন হয়তো এবার নাও থাকতে পারেন বার্সেলোনায়। স্প্যানিশ দৈনিক 'স্পোর্ট'-এর খবরে দাবি করা হয়েছে, বার্সার তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজকে দলে টানতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

 

২২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বার্সার যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা প্রতিভাবান এক মিডফিল্ডার, যিনি গত মৌসুমে মূল দলে জায়গা করে নেন। তবে এখনও নিয়মিত একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি। যদিও তার মাঠে উপস্থিতি, গতি ও গোল করার ক্ষমতা অনেকের নজর কেড়েছে।

 

ম্যানচেস্টার ইউনাইটেডের নজর বহুদিন ধরেই লোপেজের দিকে। কোচ রুবেন আমোরিম ম্যান ইউ মিডফিল্ডে গতি ও সৃষ্টিশীলতা বাড়াতে চান, এবং তার পরিকল্পনার কেন্দ্রে আছেন লোপেজ। শোনা যাচ্ছে, ইউনাইটেড এখন প্রস্তুত ৭০ মিলিয়ন ইউরোর বিশাল এক প্রস্তাব দেওয়ার জন্য, যা বর্তমান অর্থনৈতিক সমস্যায় জর্জরিত বার্সেলোনার পক্ষে উপেক্ষা করা কঠিন।

 

সর্বেশেষ ২০২৪–২৫ মৌসুমে লা লিগায় ২৮ ম্যাচে ৬ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন ফারমিন, সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৬ ম্যাচে, গোল ৮টি। তার আগের মৌসুমেও (২০২৩–২৪) তার পারফরম্যান্স ছিল নজরকাড়া ৪২ ম্যাচে করেছিলেন ১১ গোল।

 

বার্সেলোনা যদিও লোপেজকে ভবিষ্যতের মূল ভরসা হিসেবে বিবেচনা করত, তবে আর্থিক সীমাবদ্ধতা ও দল পুনর্গঠনের প্রয়োজনে এখন বড় অঙ্কের প্রস্তাবে খেলোয়াড় ছাড়তে রাজি আছে বলে জানা যাচ্ছে। তবে লোপেজ নিজেই এখনও ক্লাব ছাড়তে আগ্রহী নন বলে সূত্রের খবর।

 

বার্সা ভক্তদের মধ্যে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ বলছেন, এই অর্থে নতুন খেলোয়াড় আনা যাবে, আবার অনেকে মনে করছেন, এমন তরুণ প্রতিভা বিক্রি করে ক্লাব তার ভবিষ্যতের ভিত দুর্বল করছে।

 

ইউনাইটেড যদি এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেয় এবং বার্সা তা গ্রহণ করে, তবে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর অন্যতম বড় চমক হতে পারে এটি।