চুয়ামেনিকে বিক্রির ৭৫ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৬:৩৪

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৭:২২

শেয়ার

চুয়ামেনিকে বিক্রির ৭৫ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিল রিয়াল মাদ্রিদ
চুয়ামেনি বিক্রির প্রস্তাবে রিয়ালের স্পষ্ট না। ছবিঃ সংগৃহীত।

নতুন মৌসুম শুরুর আগেই স্পষ্ট বার্তা দিল রিয়াল মাদ্রিদ, অরেলিয়ান চুয়ামেনি বিক্রির জন্য নয়। ফ্রান্সের এই তরুণ মিডফিল্ডারকে ঘিরে সম্প্রতি এসেছে একটি মোটা অঙ্কের প্রস্তাব। প্রায় ৭৫ মিলিয়ন ইউরো মূল্যের সেই প্রস্তাবও কাঁপাতে পারেনি লস ব্লাঙ্কোসের সিদ্ধান্ত।

 

স্প্যানিশ গণমাধ্যম ডিফেন্সা সেন্ট্রাল বলছে, এক প্রিমিয়ার লিগ সংশ্লিষ্ট এজেন্ট এই প্রস্তাবটি পেশ করেন। অনেকের ধারণা, সেই ক্লাবটি আর্সেনাল যাদের কোচ মিকেল আর্তেতা দীর্ঘদিন ধরে চুয়ামেনিকে নজরে রেখেছেন। তবে রিয়ালের পক্ষ থেকে একবাক্যে জানিয়ে দেওয়া হয় এই মিডফিল্ডার বিক্রির কোনো পরিকল্পনাই নেই।

 

চুয়ামেনি এখন কোচ জাবি আলোনসোর কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ক্লাব বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স মাদ্রিদ শিবিরে তাঁর অবস্থানকে আরও শক্ত করেছে। ক্লাবের ফুটবল পরিচালকেরা নিশ্চিত এই তরুণ ফরাসি তারকাই হতে যাচ্ছেন আগামীর ‘নতুন রিয়ালের’ মধ্যমণি।

 

এই মৌসুমে লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচ ১৯ আগস্ট, সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে। ঠিক তার আগমুহূর্তে এমন প্রস্তাব ফেরানো রিয়ালের আত্মবিশ্বাসেরই প্রমাণ।

 

শুধু ক্লাব নয়, চুয়ামেনির নিজের অবস্থানও বেশ পরিষ্কার। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “রিয়াল মাদ্রিদেই আমার স্বপ্নের ক্যারিয়ার গড়তে চাই। এখানেই আমি নিজের সেরাটা দিতে পারি বলে বিশ্বাস করি।”

 

তিনি আরও বলেন, “এই ক্লাব বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ও মর্যাদাপূর্ণ। আমি প্রতিদিন অনুপ্রাণিত হই এখানকার প্রতিযোগিতার মানে। আমি চাই দীর্ঘ সময় ধরে এখানেই খেলে যেতে।”

 

এই অবস্থান রিয়ালের ভক্তদের জন্য যেমন স্বস্তির, তেমনি চ্যালেঞ্জ প্রতিপক্ষ ক্লাবগুলোর জন্য। কারণ, মধ্যমাঠের শক্তিমত্তায় চুয়ামেনি এখনই প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় মাথাব্যথা।

 

সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদের নতুন প্রজেক্টে চুয়ামেনি যে অপরিহার্য, তা স্পষ্ট। বাজারের ঝাঁ চকচকে প্রস্তাবেও টলেনি ক্লাব। তাতে বোঝাই যাচ্ছে, কাগজে-কলমে নয়, বাস্তবেও তাঁকে ঘিরেই ভবিষ্যতের মাদ্রিদ সাজাচ্ছে আলোনসোর দল।