দিয়াজের অভিষেকে দুর্দান্ত জয় পেল বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৫:৫৩

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৫:৫৪

শেয়ার

দিয়াজের অভিষেকে দুর্দান্ত জয় পেল বায়ার্ন মিউনিখ
গোল না পেলেও বায়ার্নের হয়ে অভিষেকে গতি-ছন্দে আলো ছড়ালেন দিয়াজ। ছবি: সংগৃহীত।

টানটান উত্তেজনায় ভরা ম্যাচে অলিম্পিক লিঁওকে ২-১ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের শুরুটা দারুণভাবেই করল বায়ার্ন মিউনিখ। ম্যাচটি ছিল অনেক দিক থেকে বিশেষ। নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে এটি ছিল বায়ার্নের প্রথম প্রস্তুতি ম্যাচ, আর এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে বায়ার্নের জার্সিতে অভিষেক হলো কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের।

 

সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপের পর ইউরোপিয়ান ক্লাবগুলো একে একে অনুশীলনে ফিরলেও, ফুটবলারদের বিশ্রাম নিশ্চিত করতে অনেকটা দেরিতে প্রস্তুতি শুরু করেছে বায়ার্ন। প্রায় সবার পরে অনুশীলনে ফেরা দলটি খেলায় সেই দেরির কোনো প্রভাবই রাখেনি।

 

আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলের খেলায় ছিল গতি, কিন্তু গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় খেলার দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১১টি পরিবর্তন আনেন কোম্পানি। এই দলে জায়গা পান দিয়াজও। ৫২ মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে লিঁওর ডিফেন্ডারদের বিভ্রান্ত করেন এই কলম্বিয়ান। তাঁকে ফাউল করায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। স্পট কিক থেকে গোল করেন ফরাসি তরুণ মাইকেল ওলিসে।

 

১০ মিনিট পর আবারও গোলের দেখা মেলে। এবার গনাব্রির পাস থেকে আবারও লক্ষ্যভেদ করেন ওলিসে। ৬২ মিনিটে করা এই গোলটি ছিল দারুণ নিখুঁত। ম্যাচে ২ গোল করে নিজের সামর্থ্য ভালোভাবেই জানান দিলেন এই উইঙ্গার।

 

লিঁও অবশ্য ম্যাচ ছাড়েনি। শেষের দিকে রদ্রিগেজের গোলে ব্যবধান কমায় তারা। তবে ম্যাচে ফিরে আসার মতো সময় বা ছন্দ কিছুই ছিল না অতিথি দলের।

 

অন্যদিকে, অভিষেক ম্যাচেই দিয়াজ দেখিয়ে দেন কেন তাঁকে আনা হয়েছে লিভারপুল থেকে। যদিও গোল বা অ্যাসিস্ট পাননি, তবে বেশ কয়েকবার লিঁওর রক্ষণকে চাপে ফেলেন। তার দুটি শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন লিঁওর গোলরক্ষক।

 

বায়ার্ন মিউনিখের সামনে এখন আরও দুটি প্রস্তুতি ম্যাচ, ৭ আগস্ট টটেনহ্যামের বিপক্ষে এবং ১২ আগস্ট গ্রাসহোপার্সের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট ডিএফএল সুপারকাপে স্টুটগার্টের মুখোমুখি হবে তারা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওলিসে-দিয়াজদের ছন্দ পাওয়া নিঃসন্দেহে বড় স্বস্তি কোচ কোম্পানির জন্য।