ছেলেকে হারিয়ে গভীর শোকে বায়ার্ন গোলরক্ষক উলরাইখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ২১:৫৫

আপডেট: ১ আগস্ট, ২০২৫ ২২:০১

শেয়ার

ছেলেকে হারিয়ে গভীর শোকে বায়ার্ন গোলরক্ষক উলরাইখ
সন্তানহারা উলরাইখ, শোকস্তব্ধ বায়ার্ন পরিবার। ছবি: সংগৃহীত।

জার্মান ফুটবল ও বিশেষ করে বায়ার্ন মিউনিখ শিবিরে নেমে এসেছে গভীর শোক। ক্লাবটির অভিজ্ঞ গোলরক্ষক সভেন উলরাইখ সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভোগার পর মারা গেছে তার ছয় বছর বয়সী পুত্র লেন।

 

৩৬ বছর বয়সী উলরাইখ লিখেছেন, “গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, আমাদের ছেলে লেন কয়েক সপ্তাহ আগে দীর্ঘ ও কঠিন এক অসুস্থতার সঙ্গে লড়াই করে এই পৃথিবী ছেড়ে গেছে।” তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এটি প্রকাশ করা কঠিন সিদ্ধান্ত হলেও, তিনি চান মানুষ যেন বিষয়টি স্পষ্টভাবে জানে।

 

লেন জন্মেছিল ২০১৮ সালে, উলরাইখের প্রথম বায়ার্ন অধ্যায়ের সময়। এরপর ২০২০ সালে তিনি যোগ দেন হ্যামবুর্গে, তবে মাত্র এক বছরের ব্যবধানে আবার ফিরে আসেন বাভারিয়ান ক্লাবে।

 

তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে এখন উলরাইখ ও তার স্ত্রী লিসা নতুন করে জীবনের পথে ফিরতে চান। “আমাদের মেয়ে’র সঙ্গে আমরা ধাপে ধাপে জীবনকে নতুনভাবে ধরতে চেষ্টা করছি,” — লেখেন এই গোলরক্ষক।

 

বায়ার্ন মিউনিখ ক্লাবও এক আবেগঘন বার্তায় জানিয়েছে, “পুরো বায়ার্ন পরিবার সভেন ও তার পরিবারের এই কষ্টে শোকাভিভূত। আমরা সবসময় তাদের পাশে আছি।”

 

উলরাইখ গত মৌসুমে ব্যক্তিগত কারণে কিছু ম্যাচে স্কোয়াডে ছিলেন না, যা এখন বোঝা যাচ্ছে—গভীর পারিবারিক সমস্যার কারণেই। সম্প্রতি তিনি আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন বায়ার্নের সঙ্গে।

 

দলের প্রধান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার-এর পেছনে দ্বিতীয় এবং জোনাস উরবিগ-এর সঙ্গে বিকল্প গোলকিপারের ভূমিকায় থাকেন উলরাইখ। তবে তার অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতা তাঁকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করে রেখেছে দীর্ঘ সময় ধরে।

 

শোকের এই মুহূর্তে জার্মান ফুটবল কমিউনিটি, ভক্ত-সমর্থক ও ক্লাবের সদস্যরা উলরাইখ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাদের সমবেদনা জানিয়েছেন।