শিরোনাম
.jpg)
১০ নম্বর ইয়ামালের, মাঠে মিলল প্রমাণ ছবি: সংগৃহীত।
বার্সেলোনার কিংবদন্তিদের উত্তরাধিকার বহন করা ১০ নম্বর জার্সিতে প্রথমবার গোলের দেখা পেয়েই আবেগে ভেসে গেছেন লামিন ইয়ামাল। এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ক্লাব সিউল এফসির বিপক্ষে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে বার্সার ৭-৩ ব্যবধানের জয়ে প্রথমার্ধেই দুটি গোল করেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
তিন দিন আগেই জাপানের ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে ১০ নম্বর জার্সিতে অভিষেক হয় ইয়ামালের। তবে সেই ম্যাচে খেললেও জালের দেখা পাননি। সিউলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন এই তরুণ, যাকে ঘিরেই ভবিষ্যতের বার্সেলোনার স্বপ্ন দেখছেন অনেকেই।
ম্যাচের ১৪তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন ইয়ামাল। এর আগে অষ্টম মিনিটেই গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি, তবে তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে এবং তা থেকে গোল করেন রবার্ট লেভানডভস্কি।
প্রথম গোলের পরই গতি বাড়ান ইয়ামাল। ডান দিক থেকে প্রতিপক্ষ বক্সের বাইরে গিয়ে পাস দেওয়ার চেষ্টায় বল প্রতিহত হয়। তবে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিচু শটে জালে পাঠান তিনি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দানি ওলমোর অসাধারণ পাসে ডিফেন্ডারকে পেছনে ফেলে আরেকটি নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল।
দুই অর্ধেই ভিন্ন এক্সআই নামানো কোচ হান্সি ফ্লিক দ্বিতীয়ার্ধে নামাননি ইয়ামালসহ শুরুতে খেলা একাদশকে। ফলে হ্যাটট্রিকের সুযোগ না পেলেও এই জোড়া গোলেই নিজের গুরুত্ব প্রমাণ করে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ইয়ামাল বলেন, “এই জার্সি পরে গোল করতে পেরে আমি খুব খুশি। ছোটবেলায় এই জার্সি পরে গোল করার স্বপ্ন দেখতাম। এটা আমার জন্য খুব স্পেশাল মুহূর্ত।”
তিনি আরও বলেন, “ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। তারা সবসময় আমাদের সঙ্গে থাকে, যেখানেই যাই না কেন। আশা করি, এই মৌসুমে আমরা অনেক শিরোপা জিতব।”
লা মাসিয়ার এই তরুণ গত মৌসুমে বার্সার লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে রেখেছেন বড় ভূমিকা। পুরো মৌসুমে ১৮টি গোলের সঙ্গে করেছেন ২১টি অ্যাসিস্ট। এখন ১০ নম্বর জার্সির ভারও যেন আত্মস্থ করছেন তিনি, যেটি এক সময় রোমারিও, ম্যারাডোনা, রোনালদিনহো কিংবা মেসির মতো কিংবদন্তিরা ফুটবলাররা গায়ে চাপিয়েছেন।
আরও পড়ুন: