সুপার লিগ ইতিহাসে রেকর্ড ভেঙে গালাতাসারাইয়ে স্থায়ী হলেন ওসিমেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৪:০৫

শেয়ার

সুপার লিগ ইতিহাসে রেকর্ড ভেঙে গালাতাসারাইয়ে স্থায়ী হলেন ওসিমেন
৭৫ মিলিয়নে গ্যালাতাসারাইয়ে স্থায়ী হলেন ভিক্টর ওসিমেন। ছবি: সংগৃহীত।

তুরস্কের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল গালাতাসারাই। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে স্থায়ীভাবে দলে টেনে তারা গড়ল সুপার লিগের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার। প্রায় ৭৫ মিলিয়ন ইউরোতে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা পূর্বের যেকোনো ট্রান্সফার ফি'কে বহু গুণে ছাড়িয়ে গেছে।

 

এর আগে সবচেয়ে বড় ট্রান্সফার ছিল ইউসুফ এন-নেসিরি’র ১৯.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সেভিয়া থেকে ফেনারবাহচেতে যোগদান। সেই রেকর্ডের চারগুণের বেশি খরচ করে এবার গালাতাসারাই যেন গোটা ফুটবল দুনিয়াকে জানিয়ে দিল—তারা শুধু তুরস্কেই নয়, ইউরোপীয় ফুটবল মানচিত্রেও বড়সড় উপস্থিতি তৈরি করতে চায়।

 

আগে থেকেই ওসিমেন গালাতাসারাই সমর্থকদের মাঝে পরিচিত নাম। গত মৌসুমে ধারে ক্লাবে খেলতে এসে ৪১ ম্যাচে ৩৭ গোল করে আলো ছড়িয়েছিলেন তিনি। তখনও অবশ্য তাকে পুরোপুরি কেনা হয়নি। কিন্তু এবার সব দ্বিধার অবসান ঘটিয়ে তাকে স্থায়ীভাবে নিজেদের ‘লায়ন’ বানিয়ে ফেলল তুরস্কের এই পরাশক্তি।

 

বুধবার গালাতাসারাই সামাজিক মাধ্যমে ওসিমহেনের ফ্লাইট লাইভ স্ট্রিম করে ভক্তদের উত্তেজনার পারদ বাড়ায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার পর সেই উত্তেজনা ছাড়িয়ে গেছে সব সীমা।

 

চুক্তির কাঠামোও বেশ কৌশলী। ট্রান্সফার ফি ধাপে ধাপে পাঁচ বছরে পরিশোধ করবে গালাতাসারাই, যদিও পুরো ৭৫ মিলিয়ন ইউরোই মূল রিলিজ ক্লজের অংশ। এত বড় পরিমাণ অর্থ খরচ করা, সেটিও তুর্কি লিগের মতো একটি লিগে, একরকম সাহসী পদক্ষেপই বটে।

 

বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের দুনিয়ায়  গালাতাসারাই যে এখন বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সেটা স্পষ্ট। অনেক বিশ্লেষক বলছেন, এই চুক্তি ভবিষ্যতে তুর্কি সুপার লিগে আরও তারকা নামের আগমনকে উৎসাহিত করতে পারে।