শিরোনাম
.jpg)
ইপিএল মাতিয়ে এখন বুন্দেসলিগায় লুইস দিয়াজ। ছবি: সংগৃহীত।
দীর্ঘ আলোচনার পর অবশেষে লুইস দিয়াজ এখন আনুষ্ঠানিকভাবে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়। ট্রান্সফার ফি নিয়ে বেশ কয়েক দফা দরকষাকষির পর লিভারপুল ও বায়ার্ন মিউনিখ ৭৫ মিলিয়ন ইউরোতে (প্রায় ৬৫.৫ মিলিয়ন পাউন্ড) চুক্তিতে পৌঁছায়। বুধবার ২৮ বছর বয়সী এই কলম্বিয়ান উইঙ্গারকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয় জার্মান জায়ান্টরা।
২০২৯ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দিয়াজ, ক্লাবটিতে গায়ে তুলবেন ১৪ নম্বর জার্সি।
বায়ার্নের সিইও ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন বলেছেন, “লুইস দিয়াজকে পেয়ে আমরা দারুণ খুশি। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা লেফট উইঙ্গার এখন আমাদের দলে। তার সঙ্গে এসেছে অভিজ্ঞতা, শিরোপা জয়ের মানসিকতা এবং এক পেশাদার ফুটবল ব্যক্তিত্ব। এমন একজন খেলোয়াড় আমাদের স্কোয়াডে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং বুন্দেসলিগাকেও সমৃদ্ধ করবে।”
ক্লাবটির ক্রীড়া পরিচালনা বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল যোগ করেন, “দিয়াজ একজন আন্তর্জাতিক মানের ফুটবলার। তার স্কিল, ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তা অসাধারণ। এই ধরনের ট্রান্সফার সম্ভব হয় যখন সব দিক থেকে মিল পাওয়া যায়। আমাদের সমর্থকরা এক অসাধারণ খেলোয়াড়কে মাঠে দেখার জন্য প্রস্তুত থাকতে পারেন।”
নিজেও বায়ার্নে আসতে পেরে উচ্ছ্বসিত লুইস দিয়াজ বলেন, “বায়ার্নের মতো ক্লাবে আসতে পারাটা আমার জন্য অনেক বড় বিষয়। আমি চাই, আমার খেলার ধরণ ও ব্যক্তিত্ব দিয়ে দলকে সাহায্য করতে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি শিরোপা জেতা—আর সেটার জন্য আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করব।”
লিভারপুল ছাড়ার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। শুরুতে বায়ার্নের দেওয়া প্রায় ৫৮.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল লিভারপুল। তবে পরের ৬৫.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব (অ্যাড-অনসহ) গ্রহণ করে ক্লাবটি, যেটি বাজারমূল্য অনুযায়ী যথাযথ বলে মনে করা হয়েছে।
লিভারপুল প্রথমে দিয়াজকে ছাড়তে রাজি ছিল না। কিন্তু খেলোয়াড় ও তাঁর প্রতিনিধিরা দলবদলে আগ্রহী ছিলেন। ২০২৪ সালের গ্রীষ্মে তিনি এই আগ্রহ প্রকাশ করেছিলেন। চুক্তি নবায়নের দুই দফা আলোচনাও ব্যর্থ হয় পারিশ্রমিকের ফারাকের কারণে। তবে লিভারপুলের ২০তম প্রিমিয়ার লিগ শিরোপায় ভূমিকা রাখার পর দিয়াজকে ছাড়ার ব্যাপারে সম্মতি দেয় ক্লাবটি।
আরও পড়ুন: