.jpg)
ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুম। এখন অপেক্ষা নতুন মৌসুমের। এরই মধ্যে কেউ নিচ্ছে প্রাক মৌসুম প্রস্তুতি, কেউ আবার ব্যস্ত দল গঠনে। আর ফুটবল ভক্তরাও আছেন মৌসুম শুরুর অপেক্ষায়।
ববাবরের মতোই ২০ ক্লাব নিয়ে ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ৩৪ তম আসর। তবে বেশ কিছু পরিবর্তন এসেছে এবারের আসরে। প্রিমিয়ার লিগের শুরু থেকেই থাকবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার। যা গত মৌসুমের শেষ দিকে ছিল। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে বদলাচ্ছে অফিশিয়াল বল। নাইকের বদলে বল সরবরাহ করবে পুমা।
প্রিমিয়ার লিগের সাথে একই দিনে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই লিগ চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। ১৮টি দল নিয়ে ২২ আগস্ট শুরু হচ্ছে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার ৬৮তম আসর। চলবে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত।
প্রিমিয়ার লিগ ও লা লিগার সঙ্গে একই দিনে কিক অফের অপেক্ষায় ফরাসি লিগের ৮৮তম আসর। তবে সবার শেষে মাঠে গড়াচ্ছে ইতালিয়ান লিগ সিরি আ’র ১২৪তম আসর। ২৩ আগস্ট শুরু হওয়া ২০ দলের এই লিগ শেষ হবে ২৪ মে।
লিগের বাইরে ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হবে ১৬ সেপ্টেম্বর। চ্যাম্পিয়নস লিগের এক সপ্তাহ পর ২৪ সেপ্টেম্বর শুরু হবে উয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগ। উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত।
আরও পড়ুন: