নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১৪:২৪

শেয়ার

নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত
হামজা চৌধুরী ও শমিত সোম। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে ফিফা উইনডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শঙ্কা থাকলেও গতকাল জাতীয় দল কমিটির সভায় চুড়ান্ত হয়েছে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে খেলবে  জামাল ভূঁইয়ার দল। 

তবে এই দুই ম্যাচ খেলতে পারবেন না লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও কানাডিয়ান লিগে খেলা শমিত শোম।  

লিস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা এই মুহূর্তে দলটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে আছেন। কাভালরি সিটির লিগ ম্যাচ থাকায় সেপ্টেম্বরে ব্যস্ত থাকবেন শামিত শোম। সভা শেষে এমনটাই জানিয়েছেন জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন। তিনি জানান, ‘ওরা ব্যস্ত থাকবে ওই সময়ে, তাই আসতে পারবে না’

নেপালের বিপক্ষে ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেলও থাকছেন না সেটা আগেই নিশ্চিত করা হয়েছে। তাদের দু’জনকেই ডাকা হয়েছে অনুর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। তবে সেই ক্যাম্প কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।