‘লাথি’ মেরে ম্যাচ শুরুর আগেই লাল কার্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১২:১৫

আপডেট: ১৮ জুলাই, ২০২৫ ১২:১৬

শেয়ার

‘লাথি’ মেরে ম্যাচ শুরুর আগেই লাল কার্ড
সমর্থকের উপর চড়াও হয়েছেন প্যাট্রিস এভরা। ছবি: সংগৃহীত

ফুটবল ম্যাচ শেষে লাল কার্ড দেখার ঘটনা অস্বাভাবিক কিছু না। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মারামারিতে জড়ানোর ঘটনা প্রায়ই দেখা যায়। তবে ম্যাচ শুরুর আগেও লাল কার্ড দেখার ঘটনা আছে ফুটবলে। সেটিও আবার ইউরোপের শীর্ষ স্তরের ফুটবলে।

ম্যাচ শুরুর আগে লাল কার্ড দেখা বিখ্যাত খেলোয়াড়টির নাম প্যাট্রিস এভরা। ২০১৭-১৮ মৌসুমের ইউরোপা লিগে এই ‘কলঙ্ক’ নিজের নামের পাশে বসিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফুটবলার। 

ফ্রান্সের সাবেক লেফটব্যাক সে সময়ে খেলতেন ফরাসি ক্লাব মার্শেইয়ে। পর্তুগিজ ক্লাব ভিতোরিয়া দি গিমারাইসের গ্রুপ পর্বের ম্যাচ শুরুর আগে গা গরমের সময়েই লাল কার্ড দেখেন এভরা। 

মাঠে নামার আগে মার্শেইয়েরই এক সমর্থক বাজে কিছু বলেন এভরাকে। তাতে এভরা এমনই রেগে যান যে দৌড়ে গিয়ে লাফিয়ে উঠে নিজ দলের সেই সমর্থককে লাথি মারেন। তাই ম্যাচ শুরুর আগেই রেফারি এভরাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন। 

সেই ম্যাচে বদলি খেলোয়াড়দের তালিকায় থাকা এভরাকে পরে ইউরোপা লিগে পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ করে উয়েফা। মার্শেইও পারস্পরিক সম্মতিতে এভরার চুক্তি বাতিল করে।

২০২১ সালে প্যারাগুয়ের সুপারকোপায় এভরার স্মৃতি ফিরিয়ে আনেন সেরো পোরতেনিওর গোলরক্ষক জাঁ ফার্নান্দেজ। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ সমর্থকদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি।