মেসির জোড়া গোলের রেকর্ডে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১০:৫৫

শেয়ার

মেসির জোড়া গোলের রেকর্ডে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি
গোলের পর সতীর্থ লুইস সুয়ারেজের সাথে মেসির উদযাপন। ছবি: সংগৃহীত।

মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখার পর থেকেই যেন গোল উৎসব চালিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। এবার আরও এক ইতিহাস নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছেন মেসি। তাঁর আলো ছড়ানো রাতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।


ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে দর্শকে ঠাসা ঘরের মাঠে খেলতে নামে নিউ ইংল্যান্ড। উপস্থিত ছিলেন চলতি মৌসুমের সর্বোচ্চ ৪৩,২৯৩ দর্শক। কিন্তু তাদের সামনে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এলএমটেন।


২৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে প্রথম গোল করেন মেসি। ৩৮তম মিনিটে সার্জিও বুসকেটসের রক্ষণচেরা দুর্দান্ত পাস ধরে নিচু শটে করেন দ্বিতীয় গোল।


নিউ ইংল্যান্ড ম্যাচে ফেরার অনেক চেষ্টা করলেও কাজে আসেনি। ৮০ মিনিটে কার্লেস গিলের একমাত্র গোলে ব্যবধান কমায় তারা। তবে মায়ামি জয় নিশ্চিত করে টানা চার ম্যাচে তিন পয়েন্ট নিশ্চিত করে।


এই জয়ে এমএলএসে ইন্টার মায়ামি এখন পূর্বাঞ্চলীয় কনফারেন্সে পঞ্চম, তবে শীর্ষে থাকা সিনসিনাতির চেয়ে তিন ম্যাচ কম খেলে আছে মাত্র ৭ পয়েন্ট পেছনে। মেসির এমন ছন্দ থাকলে শীর্ষে পৌঁছানো সময়ের ব্যাপার হয়তো!