শিরোনাম
.jpg)
দ্বিতীয় গোলের পর জোয়াও পেদ্রোকে নিয়ে সতীর্থের উল্লাস। ছবি: রয়টার্স
নতুন ঠিকানায় যোগ দেওয়ার সপ্তাহ যেতে না যেতেই নিজেকে চেলসির প্রাণভোমরা হিসেবে প্রমাণ করে দিলেন জোয়াও পেদ্রো। তার চমৎকার জোড়া গোলে ফ্লুমিনেন্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমি-ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে চেলসি।
১৮ মিনিটেই স্কোরবোর্ডে নাম তোলেন পেদ্রো। পুরোনো ক্লাব ফ্লুমিনেন্সির বিপক্ষে বাঁকানো শটে এগিয়ে দেন দলকে। তবে গোল উদযাপন না করে ফুটবল বিশ্বকে মনে করিয়ে দেন তার শিকড়ের প্রতি শ্রদ্ধা। ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ২৬তম মিনিটে, যখন ফ্লুমিনেন্সির হারকিউলিসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন কুকুরেইয়া। প্রথমার্ধে একবার পেনাল্টির বাঁশি বেজে গিয়েছিল, তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে আবারো জ্বলে ওঠেন পেদ্রো। এনসো ফের্নান্দেসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে বল পাঠান জালে। এবারও উদযাপনে ছিলেন সংযত, দুই হাত তুলে নীরব শ্রদ্ধা জানান প্রাক্তন ক্লাবের প্রতি।
শেষ দিকে রক্ষণে মনোযোগ দিয়ে জয় ধরে রাখে চেলসি। আর এই জয়ে নিশ্চিত হলো ফাইনাল টিকিট। বুধবারের দ্বিতীয় সেমি-ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করছে, ফাইনালে চেলসির প্রতিপক্ষ পিএসজি না রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: