বায়ার্ন কোচের ক্ষোভ, ভয়াবহ চোটে মাঠের বাইরে জামাল মুসিয়ালা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ২০:১৪

শেয়ার

বায়ার্ন কোচের ক্ষোভ, ভয়াবহ চোটে মাঠের বাইরে জামাল মুসিয়ালা
পিএসজি গোলরক্ষক ডোনারুম্মার সঙ্গে সংঘর্ষে ভয়াবহ চোট জামাল মুসিয়ালার। ছবি: রয়টার্স।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক চোটে পড়েছেন বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২২ বছর বয়সী জার্মান মিডফিল্ডার ভেঙে ফেলেছেন বাঁ পায়ের ফিবুলা এবং চ্যুত হয়েছে গোড়ালি—চোটটি এতটাই গুরুতর যে তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।


ঘটনাটি ঘটে পিএসজির ডি-বক্সে এক বল দখলের লড়াইয়ে। ডিফেন্ডার উইলিয়াম পাচোর সঙ্গে বলের জন্য লড়ছিলেন মুসিয়ালা, তখনই পেছন থেকে এগিয়ে এসে গোলরক্ষক জানলুইজি ডোনারুম্মা পড়ে যান ঠিক তাঁর বাঁ পায়ের ওপর। মুহূর্তেই গোড়ালি ঘুরে যায়, আর তীব্র যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন মুসিয়ালা।


বায়ার্ন ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে জানান, “আমি বিরতির সময় খুব বিরক্ত হয়েছিলাম—আমার খেলোয়াড়দের ওপর না, কিন্তু এই ঘটনার জন্য। এটা শুধু একটা খেলার ব্যাপার নয়, এই ছেলেটার জীবনের স্বপ্নের ব্যাপার। এতটা ভালোবাসে খেলাটা, ইনজুরি থেকে ফিরে এসেছে কিছুদিন আগেই, আবারও এমন কিছু ঘটল—আমরা অসহায় হয়ে পড়েছিলাম।”


ঘটনার পরপরই মাঠে ছুটে যান চিকিৎসকরা। আহত মুসিয়ালার চারপাশে সারি বেঁধে দাঁড়ান উভয় দলের খেলোয়াড়রা। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। ইতোমধ্যে জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মুসিয়ালাকে। অস্ত্রোপচারের জন্য তাঁকে ইতিমধ্যে মিউনিখে ফিরিয়ে আনা হয়েছে।


ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ডোনারুম্মাও। মাঠেই মাথায় হাত দিয়ে বসে পড়েন ইতালিয়ান গোলকিপার। বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ম্যাচ শেষে বলেন, “ঘটনাটা আসলেই দুঃখজনক। আমি ডোনারুম্মার কাছে গিয়ে বলি—তুমি কি ওর কাছে গিয়ে একটু দুঃখ প্রকাশ করবে না? ও হাসপাতালে থাকবে, সিরিয়াস ইনজুরি হয়েছে। এমন সময় একটু মানবিকতা দেখানো উচিত, এটুকু সম্মান দেখানো উচিত।”


খেলার ফলাফল (২-০ গোলে হার) ছাপিয়ে, ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিল মুসিয়ালার চোট, কোম্পানির রাগ আর ফুটবল নামক খেলাটার হঠাৎ থেমে যাওয়ার এই নির্মম দিক।