সেমি-ফাইনালে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ, নাটকীয় জয় এনে দিল দুয়ে ও এমবাপে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১৫:৪১

শেয়ার

সেমি-ফাইনালে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ, নাটকীয় জয় এনে দিল দুয়ে ও এমবাপে

ক্লাব ফুটবলের মহারণে পাওয়া গেল দুই সেমি-ফাইনালিস্ট। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদ। নাটক, লাল কার্ড, ভিএআর ও দুর্দান্ত গোল - সব রোমাঞ্চ পেছনে ফেলে এবার মুখোমুখি ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি ও ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।


আটলান্টায় পিএসজি ২–০ বায়ার্ন মিউনিখ


পিএসজি–বায়ার্ন ম্যাচে শুরুটা যতটা জমাট, শেষটা ছিল উত্তেজনার চূড়ায়। দিজিরে দুয়ের গোল আর অতিরিক্ত সময়ে দেম্বেলের নিখুঁত ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে লুইস এনরিকের দল। ম্যাচে দুই লাল কার্ড দেখে নয় জনের দলে পরিণত হয় ফরাসি ক্লাবটি। কিন্তু তাতেও আক্রমণ থামেনি। বরং সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে উল্টো গোল খেয়েছে বায়ার্ন।


দুই গোলের মাঝে ম্যাচে জমেছে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, চোটে বিদায় নিয়েছেন জামাল মুসিয়ালা, একবার ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়েছে। সব মিলিয়ে টানটান উত্তেজনায় জিতে শেষ চারে পৌঁছেছে পিএসজি।


নিউ জার্সিতে রিয়াল মাদ্রিদ ৩–২ বরুশিয়া ডর্টমুন্ড


অন্য কোয়ার্টার-ফাইনালে রিয়ালের জয়ও ছিল রোমাঞ্চে মোড়া। গন্সালো গার্সিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান গার্সিয়া। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল হজম করে রিয়াল, তবে পাল্টা আক্রমণে ওভারহেড কিকে স্কোরলাইন ৩-১ করেন কিলিয়ান এমবাপে।


কিন্তু তখনও থ্রিল বাকি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিন হাউসেন, আর পেনাল্টি থেকে গিগাসির গোলে ব্যবধান হয় ৩-২। একেবারে শেষ মুহূর্তে সাবিৎজারের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া—যা শেষ পর্যন্ত ম্যাচ বাঁচায় রিয়াল মাদ্রিদকে।


এখন নজর সেমিফাইনালে 


শিরোপা জয়ের পথে এবার মুখোমুখি পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ। একদিকে দিজিরে দুয়ে, দেম্বেলে ও দোন্নারুম্মার দুর্দান্ত ফর্ম, অন্যদিকে গার্সিয়া–এমবাপে–কোর্তোয়া জাদু। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই লড়াই হতে যাচ্ছে ইউরোপিয়ান ফাটাফাটি সংঘর্ষের চূড়ান্ত সংজ্ঞা।


এবার আর মাত্র এক ধাপ দূরে—ফাইনাল। তবে তার আগে পেতে হবে গর্বিত ইউরোপের মুকুটজয়ী এই দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ের রুদ্ধশ্বাস উত্তরণ।