পর্তুগালে জোটার অন্ত্যেষ্টিক্রিয়ায় লিভারপুল দল, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৬:১৪

আপডেট: ৫ জুলাই, ২০২৫ ১৬:১৮

শেয়ার

পর্তুগালে জোটার অন্ত্যেষ্টিক্রিয়ায় লিভারপুল দল, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব
দিয়োগো জোটার অন্ত্যেষ্টিক্রিয়ায় লিভারপুল। ছবি: সংগৃহীত।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার শেষ বিদায়ে চোখের জলে ভেসেছে পর্তুগালের গন্ডোমার। শনিবার অনুষ্ঠিত হয় দুই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া, যেখানে উপস্থিত ছিলেন লিভারপুল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, এবং শত শত শোকসন্তপ্ত মানুষ।


লিভারপুল ক্লাব বৃহস্পতিবার এক বিবৃতিতে এই মৃত্যু ঘটনাকে “অসহনীয় ক্ষতি” হিসেবে আখ্যা দিয়েছিল। সেই বক্তব্যের প্রতিফলনই দেখা গেল গন্ডোমারের চার্চে। দলটির প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে ছিলেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক, যিনি লাল ফুলের একটি মালা নিয়ে গিয়েছিলেন - যাতে লেখা ছিল জোটার জার্সি নম্বর ২০।


অ্যান্ড্রু রবার্টসন হাতে নিয়ে যান আরেকটি মালা, যাতে লেখা ছিল আন্দ্রে সিলভার ক্লাব পেনাফিয়েলের জার্সি নম্বর ৩০।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল জাতীয় দলের তারকারা - রুবেন ডিয়াস, বের্নার্দো সিলভা ও রুবেন নেভেস। শেষোক্তজন আল-হিলালের হয়ে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পরপরই ছুটে আসেন স্বদেশে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে।


জোটা ও আন্দ্রের পরিবারের সদস্য, বন্ধু, এবং পরিজনের পাশাপাশি চার্চের বাইরে জড়ো হয়েছিলেন শত শত সাধারণ মানুষও, যারা ফুল, পতাকা ও ছবি নিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রিয় ফুটবলারের প্রতি। বিবিসি’র তথ্য অনুযায়ী, এই সংখ্যা কয়েকশ ছাড়িয়ে যায়।


মাত্র ২৮ বছর বয়সে, বিয়ের ঠিক কয়েকদিন পরেই চিরবিদায় - জোটার এই অকাল প্রয়াণ কাঁদিয়েছে ক্রীড়াজগতকে। তবে তাঁর প্রতি সহকর্মীদের, ক্লাবের এবং জাতির এমন শ্রদ্ধা জানান দেয় - তিনি শুধু ফুটবলের এক তারকা ছিলেন না, ছিলেন হৃদয়ের একজন।