ক্লাব বিশ্বকাপে জোটার স্মরণে অশ্রুসিক্ত কানসেলো-নেভেস, এক মিনিটের নীরবতা পালন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৩:৫৩

শেয়ার

ক্লাব বিশ্বকাপে জোটার স্মরণে অশ্রুসিক্ত কানসেলো-নেভেস, এক মিনিটের নীরবতা পালন
জোটার স্মরণে নীরবতা পালনকালে আল-হিলালের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত।

মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মৃত্যু - পুরো ফুটবল বিশ্ব শোকে স্তব্ধ দিয়োগো জোটাকে হারিয়ে। ক্লাব বিশ্বকাপে সেই শোক স্পর্শ করল মাঠকেও। আল-হিলাল ও ফ্লুমিনেন্স খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে  পালন করে শ্রদ্ধা জানান সদ্যপ্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ডকে।


এক মিনিট নীরবতার সেই মুহূর্তটির গুরুত্ব ছিল ভিন্ন রকমের, বিশেষ করে আল-হিলালের দুই পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো ও রুবেন নেভেসের জন্য। জাতীয় দলের সতীর্থ ছিলেন জোটার, যার সঙ্গে একসঙ্গে খেলেছেন বহু ম্যাচ। নেভেস তো সম্প্রতি জুন মাসেও নেশনস লিগে একসঙ্গে মাঠে নেমেছিলেন জোটার সঙ্গে।


নীরবতা চলাকালে কানসেলো ও নেভেসের চোখেমুখে ছিল গভীর বেদনা, কান্না যেন আটকাতেই পারছিলেন না দুজন। সহানুভূতির আবহ ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে, দুই দলের খেলোয়াড় ও সমর্থকের মধ্যে।


এই মুহূর্ত শুধু এই ম্যাচেই সীমাবদ্ধ থাকেনি। পরে রাতের চেলসি বনাম পালমেইরাস ম্যাচেও ছিল এক মিনিটের নীরবতা।


জোটার অকাল মৃত্যুতে সতীর্থদের চোখের জল এবং প্রতিপক্ষের সম্মান জানান দিচ্ছে - তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন সতীর্থদের হৃদয়ের একজন অংশ।