শিরোনাম
.jpg)
ম্যাচ চলাকালীন বল দখলের লড়াইয়ে কুকুরেয়া ও এস্তেভাও। ছবি: সংগৃহীত।
শেষ মুহূর্ত পর্যন্ত সমানে সমান লড়াই। অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস। ঠিক তখনই ভাঙে সমতা—নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করে বসে পালমেইরাস। সেই উপহারেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ইংলিশ জায়ান্ট চেলসি।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি। এই জয়ে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্সের, যারা আগেই আল-হিলালকে হারিয়ে শেষ চারে উঠেছে।
ম্যাচের ১৬তম মিনিটে চেলসিকে এগিয়ে দেন কোল পালমার। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে পালমেইরাস ঘুরে দাঁড়ায়। ৫৩তম মিনিটে এস্তেভাওর গোলেই সমতা ফেরে।
এরপর দুই দলই চালাতে থাকে একের পর এক আক্রমণ। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। এমন সময় ম্যাচের ৮৩তম মিনিটে ঘটে অঘটন। চেলসির মালো গুস্তোর পাঠানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে বড় ভুল করেন পালমেইরাসের গোলরক্ষক ওয়েভারটন। তার গায়ে লেগেই বল ঢুকে পড়ে জালে। গোলটি আত্মঘাতী হিসেবে লেখা হয়, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই জয়ের ফলে আগামী ৮ জুলাই নিউইয়র্কে সেমিফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি। দু'দলেরই লক্ষ্য এবার ক্লাব বিশ্বকাপের ফাইনাল মঞ্চ।
আরও পড়ুন: