আল-হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স, সামনে চেলসি চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১০:৫৭

শেয়ার

আল-হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স, সামনে চেলসি চ্যালেঞ্জ
জয়ের পর উল্লাসে মাতোয়ারা ফ্লুমিনেন্স এর ফুটবলারেরা। ছবি: সংগৃহীত।

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শেষ চার নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে টানটান উত্তেজনার কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের আলোচিত ক্লাব আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেল থিয়াগো সিলভার দল।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে ফ্লুমিনেন্স। ম্যাচের ৪০তম মিনিটে বাঁদিক থেকে মার্সেলোর চোখ ধাঁধানো পাসে ডি-বক্সে বল পেয়ে যান মার্টিনেল্লি, যিনি ঠান্ডা মাথায় ফিনিশ করে দলকে এগিয়ে দেন। বিরতির পর ফিরে সমতায় ফেরে আল-হিলাল—মার্কাস লিওনার্দোর গোলে ঘুরে দাঁড়ায় সৌদির ক্লাবটি।


তবে শেষ পর্যন্ত ম্যাচের ৭১ মিনিটে আসে জয়সূচক মুহূর্ত। বাঁ দিক থেকে আসা ক্রস ধরে চমৎকার এক ভলিতে বদলি খেলোয়াড় হারকুলেস ফ্লুমিনেন্সকে এনে দেন সেমিফাইনালের টিকিট।


সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বিশ্বজুড়ে চমক সৃষ্টি করা আল-হিলাল এই ম্যাচে পুরোপুরি ছন্দে ছিল না। যদিও তারা কিছু গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু ফ্লুমিনেন্সের সুসংগঠিত রক্ষণভাগ তা প্রতিহত করে দেয়।


ম্যাচশেষে ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, “আমরা জানতাম কাজটা সহজ হবে না। আল-হিলাল খুব শক্তিশালী দল, কিন্তু আমাদের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে।”


এই জয়ের ফলে সেমিফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি, যারা অন্য কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের পালমেইরাসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। ফুটবলপ্রেমীরা তাই এখন অপেক্ষায় চেলসি বনাম ফ্লুমিনেন্সের হাইভোল্টেজ লড়াইয়ের।