শিরোনাম
.jpg)
নতুন ঠিকানায় আলেক্স বায়েনা। ছবি: সংগৃহীত।
মৌসুমজুড়ে ব্যর্থতার গ্লানি নিয়ে ক্লাব বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে নতুন মৌসুমকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে এগোচ্ছে তারা। এরই অংশ হিসেবে দলে যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার আলেহান্দ্রো বায়েনা রদ্রিগেস, যিনি বেশি পরিচিত আলেক্স বায়েনা নামে। ভিয়ারেয়াল থেকে ৫ বছরের চুক্তিতে অ্যাতলেটিকোতে এসেছেন ২৩ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডার। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, তাকে পেতে অ্যাতলেটিকোর খরচ হয়েছে ৫০ মিলিয়ন ইউরো।
মাত্র ১০ বছর বয়সে ভিয়ারিয়ালের একাডেমিতে যোগ দেন বায়েনা। সেখান থেকে ‘সি’ ও ‘বি’ দলের ধাপ পেরিয়ে ২০২০ সালে মূল দলে জায়গা করে নেন। এরপর ধারে এক মৌসুম খেলেন জিরোনায় এবং ক্লাবটির লা লিগায় উত্তরণে রাখেন বড় অবদান। সেখান থেকে ফিরে ভিয়ারিয়ালের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। মূলত লেফট উইংয়ে খেলা হলেও মাঝমাঠের বিভিন্ন পজিশনে কার্যকরভাবে খেলতে পারেন এই মিডফিল্ডার।
স্পেনের অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২৩ পর্যন্ত বয়সভিত্তিক সব জাতীয় দলেই খেলেছেন বায়েনা। জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে ২০২৩ সালে, সাইপ্রাসের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। এরপর ইউরোজয়ী স্পেন স্কোয়াডে ছিলেন, যেখানে বদলি হিসেবে দুটি ম্যাচে অংশ নেন। প্যারিস অলিম্পিকসেও ছিলেন সোনাজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের জয়ে গোল করেন।
ভিয়ারিয়ালের হয়ে এই মৌসুমে দুর্দান্ত খেলেছেন বায়েনা। লা লিগার মৌসুম-সেরা দলেও জায়গা পান তিনি। শৈশবের ক্লাব ছেড়ে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। আতলেতিকোয় যোগ দিয়ে নিজের প্রতিক্রিয়ায় বলেন, “খুবই ভালো লাগছে, আমার ক্যারিয়ারের পথচলায় এটি বড় এক পদক্ষেপ। স্পেন ও ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটিতে যোগ দিচ্ছি আমি।”
আরও পড়ুন: