মেসির মুখোমুখি লুইস এনরিকে, আতলান্টায় পিএসজি বনাম ইন্টার মায়ামি মহারণ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৪:০১

আপডেট: ২৯ জুন, ২০২৫ ১৪:২৬

শেয়ার

মেসির মুখোমুখি লুইস এনরিকে, আতলান্টায় পিএসজি বনাম ইন্টার মায়ামি মহারণ আজ
পিএসজি বনাম ইন্টার মায়ামি।

ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার আতলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন ও ইন্টার মায়ামি। তবে ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দু, এক সময়ের গুরু-শিষ্যের লড়াই। লুইস এনরিকে বনাম লিওনেল মেসি।


পিএসজিকে সদ্য ইউরোপ চ্যাম্পিয়ন বানানো এনরিকে এবার মুখোমুখি হচ্ছেন সেই খেলোয়াড়ের, যাকে ঘিরেই বার্সেলোনায় তার সফল অধ্যায় গড়ে উঠেছিল। বার্সার হয়ে তিন বছরে মেসির নেতৃত্বে ৯টি শিরোপা জিতেছিলেন তিনি।


সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “আমি লিও মেসিকে তার ক্যারিয়ারের সেরা সময়ে কোচিং করানোর সুযোগ পেয়েছিলাম। তবে সত্যি বলতে, তার ‘সেরা সময়’টা ১০-১৫ বছর ধরে চলেছে। এ কারণেই আমি বলব, ইতিহাসের সেরা ফুটবলার সে।”


তবে এনরিকে সতর্ক করেছেন, ইন্টার মায়ামি শুধু মেসিকেন্দ্রিক নয়। “ওদের স্কোয়াডে সার্জিও বুসকেটস, জর্দি আলবা, লুইস সুয়ারেজ—বার্সার পুরোনো ঘরের ছেলে অনেকেই আছে। তারা নিঃসন্দেহে গুণে-মানেও সমৃদ্ধ।”


মেসিকে ঠেকানো নিয়ে তিনি বলেন, “একজন ডিফেন্ডার দিয়ে মেসিকে আটকাতে গেলে আমরা মরেই যাব। ও যে কাউকে কাটিয়ে যেতে পারে। তাই আমাদের দলগত রক্ষণে জোর দিতে হবে।”


এদিকে ইন্টার মায়ামির কোচ হিসেবে আছেন মেসির আরেক সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো। এনরিকে তাঁর প্রশংসা করে বলেন, “মাসচেরানো অনেক আগেই প্রস্তুত ছিল। সে দারুণ কোচ হবে, আমি নিশ্চিত।”


মাসচেরানোও জানেন প্রতিপক্ষ কতটা ভয়ংকর। “আমরা বোকা নই, জানি পিএসজি শক্তিশালী দল। কিন্তু তাই বলে আগে থেকেই হেরে বসে থাকব না। আমরা লড়াই করব। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করার সুযোগ এটি।”


ইউরোপজয়ী পিএসজির জন্য এটি বড় এক পরীক্ষার মঞ্চ, বৈশ্বিক শ্রেষ্ঠত্বের জন্য। অন্যদিকে ইন্টার মায়ামি প্রমাণ করতে চায়, অভিজ্ঞতা আর হৃদয়ে ভর করেই তারাও লড়াই করতে পারে যেকোনো জায়ান্টের সঙ্গে।