শেকড়ে ফেরার গল্পে নতুন অধ্যায়, সান্তোসেই থাকছেন ‘রাজপুত্র’ নেইমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১১:৫০

আপডেট: ২৫ জুন, ২০২৫ ১৪:০৬

শেয়ার

শেকড়ে ফেরার গল্পে নতুন অধ্যায়, সান্তোসেই থাকছেন ‘রাজপুত্র’ নেইমার
সান্তসের জার্সিতে নেইমার। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজপুত্র ফিরে এসেছে’ শিরোনামে পোস্ট দিয়ে গত জানুয়ারিতে নেইমারকে সান্তোসে স্বাগত জানিয়েছিল ক্লাবটি। সেই রাজপুত্র যে ফিরেই থেমে থাকছেন না, এবার ক্লাব জানিয়েছে—“রাজপুত্র রয়ে যাচ্ছেন।” শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। আগের ছয় মাসের চুক্তি শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। ক্লাব সূত্রে জানা গেছে, আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে নতুন চুক্তিতে।

 

সৌদি ক্লাব আল-হিলালে হতাশাজনক ও চোটে ভরা সময়ের পর নেইমারের সান্তোসে ফেরা ছিল আত্মিক ও শারীরিক পুনর্জাগরণের প্রয়াস। তিনি নিজের পুরনো ক্লাবে ফিরে চেয়েছিলেন ছন্দে ফিরতে, খুঁজে পেতে চেয়েছিলেন আত্মবিশ্বাস। এবার চুক্তির মেয়াদ বাড়িয়ে নেইমার জানালেন, এখানেই পূরণ করতে চান অপূর্ণ থাকা স্বপ্নগুলো। তার কথায়, “সান্তোস শুধু ক্লাব নয়, এটা আমার ঘর, আমার আত্মা, আমার ইতিহাস। এখানেই বড় হয়েছি, এখানেই আমি আসল নেইমার হয়ে উঠি। এখন আমি হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি, এখানেই থাকছি।”

 

মাঠের পারফরম্যান্সে নেইমার এখনো পুরোপুরি ঝলসে উঠতে পারেননি। পেশির চোটে সান্তোসে ফেরার পর তাকে অনেক সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। তবু তিনি ক্লাবের হয়ে ১৫ ম্যাচে করেছেন ৩টি গোল ও দিয়েছেন ৩টি অ্যাসিস্ট। পারফরম্যান্সে ভাটা থাকলেও, নেইমারের নাম ও ব্যক্তিত্ব ক্লাবের জন্য নিয়ে এসেছে বাণিজ্যিক সফলতা। ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা বলেন, “নেইমার আসার পর ক্লাবের সামাজিক মাধ্যম, ভক্তসংখ্যা এবং আয়—সবই নতুন উচ্চতায় পৌঁছেছে। তাকে ধরে রাখা শুধু খেলার দিক থেকেই নয়, ক্লাব সংস্কৃতি ও পরিচয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ।”

 

নেইমারকে দলে নিতে আগ্রহী ছিল অনেক নামী ক্লাব, এমনকি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ইউরোপীয় ক্লাবও। নিজ দেশ ব্রাজিলের ফ্লুমিনেন্সিও তার জন্য দরজা খোলা রেখেছিল। কিন্তু নেইমার ঠিক করেছেন, এখনই সেই পথে হাঁটার সময় নয়। তিনি বিশ্বাস করেন, সান্তোসেই ফিরে পাবেন নিজের হারানো ছন্দ, পূরণ করতে পারবেন ক্যারিয়ারের অসমাপ্ত অধ্যায়গুলো।

 

সান্তোস বর্তমানে ব্রাজিলের শীর্ষ লিগে কিছুটা কঠিন সময় পার করছে। ১২ ম্যাচে মাত্র ৩ জয়ে রয়েছে তারা ১৫তম স্থানে। তবে নেইমারকে ঘিরে শুরু হওয়া পুনর্গঠনের এই সময়ে ক্লাব নতুন আশায় বুক বাঁধছে। রাজপুত্র ফিরে এসে শুধু রয়ে যাচ্ছেন না—তিনি হয়ে উঠেছেন ক্লাবের ভবিষ্যতের প্রতীক, ভক্তদের ভালোবাসার কেন্দ্রবিন্দু এবং সান্তোসের ইতিহাসে আরেকটি উজ্জ্বল অধ্যায়ের সূচনা।