শিক্ষক থেকে নায়ক: গ্রের গোলেই বোকাকে রুখে দিল অকল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১১:৫৫

আপডেট: ২৫ জুন, ২০২৫ ১৩:৫৮

শেয়ার

শিক্ষক থেকে নায়ক: গ্রের গোলেই বোকাকে রুখে দিল অকল্যান্ড
গোল উদযাপনে অকল্যান্ড সিটি। ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের মঞ্চে ফুটবল বিশ্বের এক বড় বিস্ময়ের জন্ম দিল নিউ জিল্যান্ডের অ্যামেচার ক্লাব অকল্যান্ড সিটি। বোকা জুনিয়র্সের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে ১-১ গোলের অবিশ্বাস্য এক ড্র করে রীতিমতো চমকে দিয়েছে তারা। আর এই ম্যাচের নায়ক স্কুলশিক্ষক ক্রিস্টিয়ান গ্রে—যিনি মাঠে খেলেন ফুটবলারের জার্সি গায়ে, আর মাঠের বাইরে ফিরে যান শিক্ষকতার দায়িত্বে।

 

নতুন কিছু নয়, অকল্যান্ড সিটির ফুটবলাররা কেউ কোমল পানীয় কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি, কেউ ডেলিভারি ড্রাইভার, কেউ আবার রিয়েল এস্টেট এজেন্ট। ফুটবল তাদের কাছে চাকরি নয়, ভালোবাসা। সেই ভালোবাসার জোরেই তারা লড়াই করেছে বোকা জুনিয়র্সের বিপক্ষে, যেখানে খেলার আগেই অনেকেই ধরে নিয়েছিল বড় ব্যবধানে হারবে দলটি। কারণ তাদের প্রথম দুই ম্যাচে তারা হজম করেছিল যথাক্রমে ১০ ও ৬ গোল।

 

ন্যাশভিলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে নিজেদেরই এক আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অকল্যান্ড সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে সেই ব্যবধান মেটান ক্রিস্টিয়ান গ্রে। ম্যাচে বল দখল, আক্রমণ—সব কিছুতেই এগিয়ে ছিল বোকা জুনিয়র্স। ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৪১টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। কিন্তু গোলের খাতায় নাম লেখাতে পারেনি একবারও।

 

এই ম্যাচে জয় দরকার ছিল বোকার, সঙ্গে অন্য ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে চাওয়া। কিন্তু নিজেরাই যখন জিততে পারল না, তখন তাদের বিদায়ও নিশ্চিত হলো গ্রুপ পর্ব থেকেই। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি গ্রে। বলেছেন, “একটি ছোট শহর থেকে এসেছি আমি। এই মুহূর্তটা আমাদের জন্য স্বপ্নের মতো। আগের দুটি ম্যাচ ছিল খুবই কঠিন, আজকের ফল আমাদের পরিশ্রমের পুরস্কার।”

 

এই ম্যাচে শুধু ফল নয়, প্রমাণ হয়ে রইল—পেশাদার না হয়েও খেলায় প্রাণ দিলে ইতিহাস লেখা যায়। ক্লাব বিশ্বকাপে তাই এবার গল্পের নায়ক এক স্কুলশিক্ষক, যিনি এক গোলেই বদলে দিলেন ফলাফল, আর নিজের পরিচয়টাও।