শিরোনাম
.jpg)
রেফারিং নিয়ে সন্তুষ্ট নন দিয়েগো সিমেওনে। ছবি: রয়টার্স।
শেষ মুহূর্তের গোলে জয় পেলেও ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় এড়াতে পারল না আতলেতিকো মাদ্রিদ। বতাফোগোর বিপক্ষে ১-০ গোলের জয় স্রেফ আত্মতুষ্টির উপলক্ষ হতে পারে, টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার পথ খুলে দেয়নি তা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দিয়েগো সিমেওনের দলকে।
ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য করলেও অনেকক্ষণ পর্যন্ত গোলের দেখা পায়নি আতলেতিকো। শেষ পর্যন্ত ম্যাচের ৮৭তম মিনিটে জয়সূচক গোল করেন ফরাসি তারকা অঁতোয়ান গ্রিজমান।
তিন ম্যাচে দুটি জয় পেয়েও গ্রুপ 'বি'-তে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে থেকে বাদ পড়ে তারা। কারণ, সমান ছয় পয়েন্ট পাওয়া অন্য দুই দল পিএসজি ও বতাফোগো গোল ব্যবধানে এগিয়ে। গ্রুপের প্রথম ম্যাচেই পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়াটাই কাল হয়েছে আতলেতিকোর জন্য।
ম্যাচ শেষে হতাশ কোচ দিয়েগো সিমেওনে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও আঙুল তুলেছেন রেফারিদের দিকে। তার অভিযোগ, পিএসজির বিপক্ষে ম্যাচে একতরফা রেফারিংয়ের শিকার হয় তার দল। এমনকি বতাফোগোর বিপক্ষেও একবার পেনাল্টি দেওয়া হলেও ভিএআর রিভিউয়ে সেই সিদ্ধান্ত পাল্টে যায়।
সিমেওনে বলেন, “ছেলেরা দারুণ খেলেছে। ছয় পয়েন্ট অর্জন কম কিছু নয়। কিন্তু পিএসজির বিপক্ষে ম্যাচে প্রতিটি সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। আজও আমরা একবার পেনাল্টি পেতে পারতাম। সিদ্ধান্তটি আবারও ভিএআরে গিয়ে বদলে যায়। তবে আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।”
তবে রেফারিংয়ের সমালোচনায় সায় নেই দলের গোলদাতা গ্রিজমানের। তিনি বলেন, “রেফারিকে দোষ দিয়ে লাভ নেই। অনেক সময় আমরা নিজেরাই আমাদের সেরা খেলাটা দিতে পারি না। সেখানে আমাদের উন্নতি করতে হবে।”
দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়েছেন সিমেওনে। লা লিগায় বহু আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে তৃতীয় হয়েছে আতলেতিকো। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে শেষ ষোলোতেই, কোপা দেল রে থেকেও বাদ পড়ে সেমিফাইনালে। ১৩ মৌসুম ধরে দলের দায়িত্বে থাকা সিমেওনের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন।
যে কোচ একসময় দুইবার লা লিগা ও ইউরোপা লিগ জিতিয়েছিলেন, তিনিই এখন যেন নিজের মন্ত্র হারিয়ে ফেলেছেন—আতলেতিকোর ভবিষ্যৎ পথচলায় এ প্রশ্নটাই এখন বেশি উচ্চারিত হচ্ছে।
আরও পড়ুন: