শিরোনাম

দুই বছর ধরে কাঁধের সমস্যায় ভুগছেন জুড বেলিংহ্যাম। কিন্তু স্ট্র্যাপিং আর ফিজিও থেরাপি দিয়ে তা সয়ে খেলেই গেছেন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। তবে এবার আর নয়। ক্লান্ত আর বিরক্ত বেলিংহ্যাম এবার স্থায়ী সমাধান চাচ্ছেন—ক্লাব বিশ্বকাপ শেষে তিনি কাঁধে অস্ত্রোপচার করাতে চলেছেন।
রোববার মেক্সিকোর পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয়ে প্রথম গোলটি করেন বেলিংহ্যাম। এরপর ম্যাচশেষে নিজের সিদ্ধান্ত জানান এই তরুণ মিডফিল্ডার।
“ব্যথাটা অনেক সময় নেই বললেই চলে। কিন্তু প্রতিটি ম্যাচে স্ট্র্যাপিং, ঘাম, অস্বস্তি আর ওজন কমে যাওয়ায় আমি হাঁপিয়ে উঠেছি,” বলেন বেলিংহ্যাম। “আমি মুক্তভাবে খেলতে চাই। এতদিন ফিজিওরা ভালো কাজ করেছে, তবে এবার স্থায়ী সমাধান দরকার।”
২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে যোগ দেওয়ার কয়েক মাস পর থেকেই কাঁধের চোটে ভুগছেন তিনি। মাঝে কিছু সময় মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে। এরপর থেকেই স্ট্র্যাপিং করে খেলছেন ক্লাব ও দেশের হয়ে।
রিয়ালে নিজের প্রথম মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্স দেন বেলিংহ্যাম। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন বড় ভূমিকা। এমন এক খেলোয়াড়ের জন্য চোটের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।
তবে অস্ত্রোপচারের পর কতদিন মাঠের বাইরে থাকবেন বেলিংহ্যাম, সেটা এখনও স্পষ্ট করে জানায়নি রিয়াল মাদ্রিদ বা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। ইউরো ২০২৮ সামনে রেখে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট নিশ্চয়ই তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করবেন।
আরও পড়ুন: