শিরোনাম

গাইবান্ধা নারী অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত।
মাঠে থাকা সত্ত্বেও খেলার সুযোগ হারানোর মত বিরল ঘটনা ঘটল সম্প্রতি বাংলাদেশে অ-১৪ জেএফএ নারী ফুটবল টুর্নামেন্টে। রংপুর ভেন্যুতে ২২ আগস্ট পঞ্চগড় ও গাইবান্ধার অ-১৪ দলের ম্যাচটি ছিল তেমনই এক ঘটনা। গাইবান্ধা দল নির্ধারিত সময়ে উপস্থিত থেকেও খেলতে পারেনি। বাফুফে গাইবান্ধাকে মাঠে শূন্য ধরে পঞ্চগড়কে ২-০ গোলে ওয়াকওভার জয়ী ঘোষণা করেছে।
নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, “ফিফা কানেক্টে রেজিস্ট্রেশন করা খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যারা মাঠে উপস্থিত ছিল, তাদের রেজিস্ট্রেশন বৈধ ছিল না। দল নিয়ে গেছেন যিনি, তিনিও অথরাইজড ছিলেন না। গাইবান্ধার অভ্যন্তরীণ সমস্যার কারণে এমন পরিস্থিতি হয়েছে।”
তবে সাবেক ফুটবলার ও কোচ শরিফা অদিতি গাইবান্ধা দল নিয়ে মাঠে গিয়ে দায় দিলেন নারী উইংয়ের প্রধানকে। অদিতি বলেন, “ফুটবলারদের ফিফা কানেক্টে রেজিস্ট্রেশন বাফুফের দায়িত্ব। সাধারণ সম্পাদক খেলতে বললেও নারী উইংয়ের চেয়ারম্যানের নির্দেশে ক্ষুদে ফুটবলাররা মাঠে নামতে পারেনি। মেয়েরা খেলতে না পেরে কান্না করেছে। এ দায় নারী উইংয়ের।”
গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের সঙ্গে বিতর্ক আর্থিক দিকেও ছড়িয়ে আছে। অদিতি জানান, তিনি ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ প্রদান চেয়েছিলেন। তবে বাফুফে সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশের সর্বোচ্চ ফুটবল প্রশাসক হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সাধারণ সম্পাদক নিজেকে গণমাধ্যম থেকে বিরত রেখেছেন।
এ বছরই বাফুফে দেশব্যাপী অ-১৫ পুরুষ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে। ওই টুর্নামেন্টে গাইবান্ধা জেলা অংশগ্রহণ করেছে এবং আঞ্চলিক পর্বে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। সেই সময় গাইবান্ধা দলের মধ্যে সমস্যা দেখা দিলে তা সমাধান করেছিলেন বাফুফের নির্বাহী সদস্য ও অ-১৫ ফুটবল কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম। তিনি বলেন, “আমি দুই পক্ষের সঙ্গে কথা বলে খেলোয়াড়দের খেলার সুযোগ নিশ্চিত করেছি। পরবর্তীতে দল ফাইনালে পৌঁছেছিল।”
তবে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সেই দায়িত্বে কার্যকরী ছিলেন না। অদিতি অভিযোগ করেন, “মেয়েদের খেলতে দিতেন না। বাফুফে নির্বাচনে আমি তার প্রতিদ্বন্দ্বী ছিলাম। সম্ভবত এজন্যই ক্ষুদে ফুটবলাররা মাঠে খেলতে পারেনি। তিনি একাই নারী ফুটবল পরিচালনা করছেন।”
জাপান ফুটবল ফেডারেশনের অর্থায়নে বাফুফে প্রতি বছর অ-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। প্রাথমিক রাউন্ড শেষ হয়েছে, এবার চূড়ান্ত পর্বে ওঠার জন্য আট দল অপেক্ষা করছে।
আরও পড়ুন: