ফুটসালে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে দ্বিগুণ এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৬:৩৪

শেয়ার

ফুটসালে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে দ্বিগুণ এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটসাল দল। ছবি: সংগৃহীত।

ফিফা শুধু ১১ জনের ফুটবলের জন্যই নয়, ফুটসালের জন্যও আলাদা বিশ্ব র‌্যাঙ্কিং প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত নারী ফুটসাল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ৪৪তম স্থানে, যদিও আগের তালিকার তুলনায় এক ধাপ পিছিয়েছে। প্রতিবেশী ভারত এই তালিকায় অনেক নিচে, ৮৭তম অবস্থানে।

 

বাফুফের নতুন কমিটি প্রথমবারের মতো পুরুষ ফুটসাল দল গঠনের উদ্যোগ নিয়েছে এবং একজন ইরানি কোচও নিয়োগ দিয়েছে। তবে আন্তর্জাতিক আসরে এখনো খেলা না হওয়ায় পুরুষ দলের নাম নেই ফিফা র‌্যাঙ্কিংয়ে। বিপরীতে নারী দলের র‌্যাঙ্কিং টিকে আছে, যদিও অনেকেই তা জানতেন না।

 

বাংলাদেশের নারী ফুটসালের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপে। ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় দলটি। সেটিই এখন পর্যন্ত তাদের একমাত্র অফিসিয়াল টুর্নামেন্ট। এর আগে ২০১৫ সালে শুরু হয়েছিল নারী এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপ।

 

নিয়ম অনুযায়ী, চার বছরের মধ্যে কোনো ম্যাচ না খেললে কিংবা র‌্যাঙ্কধারী দলের বিপক্ষে ম্যাচ না হলে ফিফা র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়। সেই হিসাবে দীর্ঘ ছয় বছর আন্তর্জাতিক মঞ্চে না খেললেও এখনো র‌্যাঙ্কিং তালিকায় জায়গা ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটসাল দল।

 

যদিও জাতীয় পর্যায়ে খেলা কম, তবু বাংলাদেশের ফুটবলাররা বিদেশি টুর্নামেন্টে ফুটসাল খেলেছেন। অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপে একাধিকবার ফুটসাল খেলেছেন। এছাড়া জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও দেশের বাইরে ফুটসালে অংশগ্রহণ করেছেন।