নারী ক্রিকেট উন্নয়নে আইসিসি-গুগলের যুগান্তকারী চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৮:৫৫

শেয়ার

নারী ক্রিকেট উন্নয়নে আইসিসি-গুগলের যুগান্তকারী চুক্তি
গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শেঠকার খোসলা এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছবি: সংগৃহীত।

নারী ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং টেক জায়ান্ট গুগল হাত মেলালো নারী ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে। এই অংশীদারিত্ব শুধু একটি আনুষ্ঠানিক চুক্তি নয়, বরং ভক্তদের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করার এক যুগান্তকারী পদক্ষেপ।

 

আগামী ১০ মাসেই দুটি বড় টুর্নামেন্ট সামনে, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এবং ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এই দুই বৈশ্বিক আসরকে ঘিরেই নারী ক্রিকেটকে আরও গতিশীল, সহজলভ্য এবং জনপ্রিয় করে তুলতে কাজ করবে গুগলের সর্বাধুনিক প্রযুক্তি।

 

অ্যান্ড্রয়েড, গুগল জেমিনি, গুগল পে ও গুগল পিক্সেলের মতো পণ্যগুলো ভক্তদের ক্রিকেটের প্রতিটি মুহূর্ত, গল্প ও তারকাদের আরও কাছাকাছি পৌঁছে দেবে। ম্যাচ হাইলাইটস দেখা থেকে শুরু করে জয়ের আনন্দ ভাগাভাগি করা, ভক্তদের অভিজ্ঞতার প্রতিটি স্তরকে রঙিন করে তুলবে এই সমন্বিত প্ল্যাটফর্ম।

 

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই অংশীদারিত্বকে নারী ক্রিকেটের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “গুগলের বিশ্বমানের উদ্ভাবন কাজে লাগিয়ে আমরা ভক্তদের আরও আকর্ষণীয় অভিজ্ঞতা উপহার দিতে পারব এবং খেলাটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সক্ষম হবো। নারী ক্রিকেট আজ আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বাড়ছে। এই জোট শুধু এর বৈশ্বিক প্রসার বাড়াবে না, ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”

 

অন্যদিকে, গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) শেঠকার খোসলা জানান, “ক্রিকেট মানেই  সমাজ আর আবেগের মেলবন্ধন। এই অংশীদারিত্ব কেবল একটি টুর্নামেন্ট ঘিরে নয়, বরং নারী ক্রিকেটের সঙ্গে ভক্তদের গভীর সম্পর্ক গড়ে তোলা, খেলা আরও সহজলভ্য করা এবং সংযোগকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি।”

 

ইউনিলিভারের পর গুগলকেও নারী ক্রিকেটে যুক্ত করলো আইসিসি। এক দশকেরও বেশি সময় ধরে যে খেলাটি ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে, সেই নারী ক্রিকেট এবার প্রযুক্তির হাত ধরে নতুন মাত্রা পেতে যাচ্ছে।