ভুটানের সঙ্গে ড্রয়ে শিরোপার লড়াই কঠিন হল বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৭:৪৫

আপডেট: ২৯ আগস্ট, ২০২৫ ১৭:৫৯

শেয়ার

ভুটানের সঙ্গে ড্রয়ে শিরোপার লড়াই কঠিন হল বাংলাদেশের
বাংলাদেশের সঙ্গে আজ সমানে লড়েছে ভুটান। ছবি: সংগৃহীত।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত হতাশায় ডুবে গেল বাংলাদেশ। ভুটানের মাঠে ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল মাহবুবুর রহমান লিটুর দল। কিন্তু সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি মেয়েরা। দ্বিতীয়ার্ধে এলোমেলো খেলায় ভর করে শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ, পিছিয়ে পড়েছে শিরোপা দৌড়েও।

 

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ফিরতি ম্যাচে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের ডিফেন্সিভ ভুলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। কেলজান ওয়াঙ্গমোর নেওয়া শট গোলপোস্টে গিয়ে লেগে পড়ে পুর্ণিমা মারমার সামনে। সুযোগ হাতছাড়া না করে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। একের পর এক আক্রমণে চাপ ধরে রাখলেও সুরভী আকন্দ প্রীতি ও মামনি চাকমারা পাননি কাঙ্ক্ষিত গোলের দেখা।

 

প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে ভুটান। সতীর্থের লং পাস ধরে দৌড়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন চোরতেন জাংমো। বিরতির পর গোলশূন্য লড়াইয়ে এগিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ। মামনি চাকমার একক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভুটান গোলকিপার। শেষ দিকে পরিবর্তন হিসেবে ফাতেমা আক্তারকে নামালেও লাভ হয়নি কিছুই।

 

এর আগে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে হেরে গেলেও নেপালের বিপক্ষে টানা দুই জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরেছিল তারা। কিন্তু আজকের পয়েন্ট খোয়ানোয় সেই স্বপ্নে ধাক্কা খেল মেয়েরা। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ১০ পয়েন্টে।

 

বাংলাদেশ আগামী রোববার (৩১ আগস্ট) ভারতের মুখোমুখি হবে। ইতিমধ্যেই ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। নেপালের বিপক্ষে জয় পেলে আগেভাগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে তারা। বাংলাদেশের সামনে তাই অপেক্ষা কঠিন সমীকরণের।