শিরোপার স্বপ্ন রক্ষায় ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৪:১৬

আপডেট: ২৯ আগস্ট, ২০২৫ ১৪:১৯

শেয়ার

শিরোপার স্বপ্ন রক্ষায় ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ
ভুটানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত।

শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা। নিজেদের পঞ্চম ম্যাচে আজ (২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টায় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

আসরের শুরুতে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করে মাহবুবুর রহমান লিটুর দল। স্বাগতিক ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও পরের ম্যাচে ভারতের বিপক্ষে হোঁচট খায় তারা। তবে হার থেকে শিক্ষা নিয়েই আবার ছন্দে ফেরে বাংলাদেশ। নেপালকে টানা দুই ম্যাচে হারিয়ে আবারও ট্রফি লড়াইয়ের দৌড়ে টিকে থাকে অর্পিতা-ইয়ারজা-আলপিরা।

 

টুর্নামেন্টটি হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে। ফলে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। ভারতের মতো শক্তিশালী দল এখন পর্যন্ত অপরাজিত থাকায় শিরোপার আশা জিইয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

 

ভুটানের বিপক্ষে আগের ম্যাচে পাওয়া সাফল্যের স্মৃতি এবারও অনুপ্রেরণা যোগাচ্ছে প্রীতি-আলপিদের। তবে টানা ম্যাচ খেলার চাপ কিছুটা প্রভাব ফেলেছে দলে। ম্যাচের মাঝে মাত্র একদিন বিরতি থাকায় অনুশীলনের সুযোগ পায়নি মেয়েরা। তবুও জিম সেশন, স্ট্রেচিং আর রিকভারি করে নিজেদের প্রস্তুত করেছে লাল-সবুজের শিরোপা অভিযাত্রী দল।

 

দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা ম্যাচের আগের দিন জানালেন, “ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে একটা ভালো জয় নিয়ে মাঠ ছেড়েছি। আশা করছি আরেকটা জয় নিয়েই মাঠ ছাড়বো। আমাদের যে ছোটখাটো ইনজুরি ছিল, তা আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে।”