শিরোনাম
.jpg)
প্রীতির হ্যাটট্রিকে আবার নেপালকে হারাল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়রথ থামছেই না বাংলাদেশের। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ বিকেলে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের তরুণীরা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি, আর একটি গোল এসেছে থৈনু মারমার পা থেকে।
প্রথম পর্বে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার মুখোমুখি হয়েও একই আধিপত্য দেখাল মেয়েরা। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। একক প্রচেষ্টায় নেপালের বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে পান থৈনু। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ডিফেন্সে অমনোযোগের সুযোগ নিয়ে নেপাল ব্যবধান কমায়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। কিন্তু উল্টো বাংলাদেশই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৭৬ মিনিটে কর্ণার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোল করেন প্রীতি। ৮৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচের জয় নিশ্চিত করেন তিনি। শেষ বিশ মিনিট বৃষ্টির ভেতরেও নিজেদের ছন্দ ধরে রাখে বাংলাদেশ। গোলরক্ষক বদল করলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।
চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। এখন শিরোপা জয়ের সমীকরণ ভারত ম্যাচেই নির্ভর করছে। প্রথম পর্বে ভারতের কাছে হেরে ব্যাকফুটে থাকা মেয়েদের সামনে এবার নিজেদের প্রমাণের বড় সুযোগ।
আরও পড়ুন: