ঋতুপর্ণাদের পুরস্কারের অর্থ শীঘ্রই দেওয়া হবে: বাফুফে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ২১:৫৩

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ২২:০৪

শেয়ার

ঋতুপর্ণাদের পুরস্কারের অর্থ শীঘ্রই দেওয়া হবে: বাফুফে
২০২৪ সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত।

সাবিনা-ঋতুপর্ণা নেতৃত্বাধীন নারী দল সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জেতার প্রায় ১০ মাস পার হয়ে গেলেও বাফুফে ঘোষিত দেড় কোটি টাকার পুরস্কারের অর্থ এখনও কোনো ফুটবলার হাতে  পাননি। তবে আজ (২৩ আগস্ট) অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভার পর সংস্থাটি দ্রুত অর্থ প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

পূর্বাচলে অনুষ্ঠিত চতুর্থ বৈঠক শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম জানিয়েছেন, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিশ্রুতিগুলো আমরা শতভাগ বাস্তবায়ন করব। মেয়েরা দেশে ফিরে এলে আমরা তাদের পুরস্কার এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করব। ইতোমধ্যে আমাদের কাছে কিছু প্রস্তাবনা এসেছে, যা মিটিংয়ে আলোচনা করা হয়েছে।”

 

আমিরুল আরও জানান, দলের বিদেশি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। “দুটি প্রস্তুতি ম্যাচ দেশের বাইরে আয়োজন করা হয়েছে, সময়মতো তা ঘোষণা করা হবে। কোচ পিটার জেমস বাটলার বর্তমানে দেশের বাইরে থাকায় সব পরিকল্পনা তার সঙ্গে সমন্বয় করা হবে।”

 

জাতীয় পুরুষ দলের বিষয়ে আলোচনা হয়নি, তবে আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, “ন্যাশনাল টিমস কমিটি এই বিষয়টি চূড়ান্ত করবে এবং কয়েক দিনের মধ্যে তথ্য জানানো হবে।”

 

নির্বাহী কমিটির সভায় আরও অনুমোদন পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২৪-২৫ মৌসুমের পয়েন্ট টেবিল। এছাড়া এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাই পেরুনো নারী দল এবং এএফসি অনূর্ধ্ব-২০ নারী দলকে অভিনন্দন জানানো হয়েছে। সরকারের সঙ্গে যৌথভাবে আগামী জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন, সেপ্টেম্বরে মালয়েশিয়ায় ফুটসাল দলের প্রস্তুতি এবং কিছু প্রীতি ম্যাচের আয়োজনের সিদ্ধান্তও হয়েছে।

 

সভার একাংশে বাফুফের গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। কক্সবাজারে স্টেডিয়ামের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত আবেদন বিষয়টিও আলোচনায় এসেছে।