শিরোনাম

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
আগামী সেপ্টেম্বর মাঠে গড়াবে নারী ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি উইমেন্স চ্যালেঞ্জ কাপ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
দলের নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি। স্কোয়াডে চমক হিসেবে যুক্ত হয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার, যাদের উপর বোর্ড বিশেষভাবে আস্থা রেখেছে। উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার মূল ভরসার খেলোয়াড় হিসেবে থাকবেন।
বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। বাংলাদেশ দলের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী দল উপস্থাপন করতে পারা গুরুত্বপূর্ণ হবে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
আরও পড়ুন: