শিরোনাম

দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭। ছবি: সংগৃহীত।
ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে টিকতে পারল না বাংলাদেশ। আয়োজক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারতে হলো অর্পিতা বিশ্বাসের দলকে। শক্তিশালী ভারতীয় মেয়েদের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যর্থতায় লাল-সবুজ শিবিরকে শেষ পর্যন্ত শূন্য হাতে মাঠ ছাড়তে হয়।
চাংলিমিথাং স্টেডিয়ামে আজ (২২ আগস্ট) মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় ভারত। ম্যাচের ১০ মিনিটেই বিতর্ক তৈরি হয়। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান গোলকিক নিতে গিয়ে বক্সের বাইরে পা রাখেন। ভারতীয় খেলোয়াড় ও কোচরা ফাউলের দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। এসময় মাঠের বাইরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের কোচ মাহবুবুর রহমানকে হলুদ কার্ড দেখান রেফারি।
মিনিট চারেক বাদেই আসে ভারতের প্রথম গোল। বাংলাদেশের হাই-লাইন ডিফেন্স ভেদ করে ডি-বক্সে ঢুকে পড়েন ভারতের পার্ল ফার্নান্দেজ। তাঁর নেওয়া জোরালো শট গোলরক্ষক ইয়ারজান ঠেকানোর চেষ্টা করলেও গতি সামলাতে না পেরে বল হাত ফসকে জালে চলে যায়। ম্যাচে এগিয়ে যায় ভারত।
গোল হজমের পর বাংলাদেশ আক্রমণে ওঠে। কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়। তবে শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়। উল্টো প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজমের শঙ্কা তৈরি হয়। ভারতের প্রিতিকা বর্মন গোলপোস্টের সামনে বল পেয়ে গিয়েও স্লিপ করে পড়ে যান। বিরতির আগে দুইটি অপ্রত্যাশিত বদলি করে বাংলাদেশ, যা নিয়ে অবাক হন দর্শকরা।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা মন্থর হয়ে আসে। দুই দলই আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে রক্ষণের দেয়ালে আটকে যায়। তবে ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান বদলি হিসেবে নামা বোনিফিলিয়া শুল্লাই। ফলে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল।
এরপর বাংলাদেশের মেয়েরা আক্রমণ চালালেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি স্পষ্ট হতে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে গেল ভারত। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচ শেষে ৩ পয়েন্টেই থেমে গেল বাংলাদেশ। আগামী ২৪ আগস্ট নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ কিশোরীরা। সেমিফাইনালের সমীকরণ মেলাতে হলে সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই অর্পিতা বিশ্বাসদের সামনে।
আরও পড়ুন: