শিরোনাম
.jpg)
সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও কোচ মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত।
শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ভুটানের পথে পা রাখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আগামীকাল (১৫ আগস্ট) থিম্পুর উদ্দেশে রওনা দেবে মেয়েরা। তার আগেই আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।
গত আসরের অনূর্ধ্ব-১৬ সাফে অংশ নেওয়া ১৫ জন ফুটবলার এবারও জায়গা ধরে রেখেছেন। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন আটজন নতুন মুখ, রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন। দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিডফিল্ডার অর্পিতা বিশ্বাস।
২০২৪ সালে এখনো কোনো ম্যাচ খেলেনি এই বয়সভিত্তিক দলটি। তবে গত বছর সাফে চার ম্যাচের চারটিতেই জয় পাওয়া আত্মবিশ্বাসী দল হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ। সেই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে জেতা ফাইনালই ছিল মেয়েদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
প্রধান কোচ পিটার বাটলার বর্তমানে ছুটিতে থাকায় ভুটান সফরে দলটির দায়িত্ব সামলাবেন মাহবুবুর রহমান। চার দেশ বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালকে নিয়ে ২০ থেকে ৩১ আগস্ট থিম্পুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দল হাতে তুলবে সাফ ট্রফি।
টুর্নামেন্ট সূচি অনুযায়ী, ২০ আগস্ট ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। ২২ আগস্ট প্রতিপক্ষ হবে শক্তিশালী ভারত। ২৪ ও ২৭ আগস্ট নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে দলটি। এরপর ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে তারা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে থিম্পুর ঐতিহ্যবাহী চাংলিমিথাং স্টেডিয়ামে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ দল এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সাতবারের অংশগ্রহণে দুবার ট্রফি জিতেছে মেয়েরা, সমানবার জিতেছে ভারতও। ফলে এই দুই দলের দ্বৈরথই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সাফের এই বয়সভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতার ধরনে কয়েকবার পরিবর্তন এসেছে। ২০১৭ সালে শুরু হওয়া প্রথম চার আসর হয়েছিল অনূর্ধ্ব-১৫ পর্যায়ে। এরপর ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে অনুষ্ঠিত হয়। এবার আবার ফিরেছে অনূর্ধ্ব-১৭ ফরম্যাটে।
মাঠে নামার আগে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানিয়েছেন, "আমরা জানি চ্যালেঞ্জ কঠিন, তবে দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ। শিরোপা রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।" নতুন মুখদের নিয়ে স্কোয়াডে এসেছে অতিরিক্ত গতি ও সৃজনশীলতা, যা প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্বাস করছেন কোচ মাহবুবুর রহমান।
২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।
আরও পড়ুন: